অন্তরসমূহ আল্লাহর দুই আংগুলের মাঝে অবস্থিত

0
220

٢.٨٧. كانتا مَتَادٌ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِى شقبانَ عَنْ أَنَسٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ انْ بقول يا مقلب القلوب ثبت قلبى عَلَى دِينِكَ فَقُلْتُ يَا رَسُولَ الله اما يك وَبِمَا جِنَّتَ بِهِ فَهَلْ تَخَافُ عَيْنَ قَالَ نَعَ إِن القلوب

Advertisement

بَبْنُ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ اللهِ يُقَلِبُهَا كَيْفَ يَشَاء

২০৮৭। হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (সা) প্রায়ই এই দোয়া করতেন ও হে অন্তরসমূহের পরিবর্তনকারী। আমার অন্তরকে তোমার দীনের উপর মজবুত রাখো। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমরা আপনার প্রতি এবং আপনি যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি ঈমা এনেছি। আপনি কি আমাদের সম্পর্কে কোনরূপ ভয় করেন। তিনি বলেন ৪ হ্যাঁ, কেননা সমস্ত অন্তরই আল্লাহর আংগুলসমূহের মধ্যকার দু’টি আংগুলের মাঝখানে রয়েছে। তিনি তা যেভাবে ইচ্ছা পরিবর্তন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here