অন্যায় প্রভাব খাটাইনি

0
1615

প্রধানমন্ত্রী হিসেবে অন্যায় প্রভাব খাটাইনি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ বানোয়াট ও অপ্রমাণিত। আমি দৃঢ়ভাবে সকল অভিযোগ অস্বীকার করছি। আমি প্রধানমন্ত্রীর পদে আসীন

Advertisement

থাকার সময়ে কোনোভাবে বা কোনো মাধ্যমেই আমার পদের অপব্যবহার করিনি। আমার পদের অন্যায় প্রভাব খাটাইনি। আমার পারিবারিক বাসস্থান, ৬ মইনুল রোড, এখানে আমার পরিবারের সকলেই থাকতেন। এটা প্রধানমন্ত্রীর বাসভবন নয়। আমি আমার পদে থাকার সময় আমার অধীনস্থ কারো মাধ্যমে আমার পদের প্রভাব খাটাইনি। গতকাল মঙ্গলবার পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৩৪২ ধারায় বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরবর্তী হাজিরা ১৯, ২০ ও ২১ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। এর আগে গতকাল মঙ্গলবার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বেগম খালেদা জিয়া জবানবন্দিতে বক্তব্য রাখেন। এর আগে দুই মামলায় হাজিরা দিতে বেলা এগারটার দিকে আদালতে পৌঁছান বেগম খালেদা জিয়া। এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে তিনি তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশে বের হন। : বিএনপি চেয়ারপারসন বলেন, চাকরিতে পদোন্নতি ও ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে তদন্ত কর্মকর্তা আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহলের ইচ্ছা ও নির্দেশে এসব করেছেন তা স্পষ্ট প্রতীয়মান। আমি এ মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করছি ও ন্যায়বিচার প্রার্থনা করছি। তদন্ত কর্মকর্তা অসৎ উদ্দেশ্য ও অন্যের অঙ্গুলি হেলনে আমার বিরুদ্ধে মিথ্যা স্যা দিয়েছেন। : তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প বিশেষ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের কতিপয় সদস্য প্রায়শই আমাকে জড়িয়ে জনসম্মুখে মিথ্যা বক্তব্য প্রচার করে। আমি জিয়া অরফানেজ ট্রাস্টের অনুকূলে কখনো কোনো অর্থ নিইনি। সাী হারুণ অর রশীদ একজন অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তা হিসেবে কোনো দালিলিক প্রমাণ ছাড়া আমার ভাবমূর্তি ুণœ করার উদ্দেশ্যে এইরূপ মনগড়া স্যা দিয়েছেন। আমি এই ট্রাস্টের তহবিল সংগ্রহ, বন্টন এবং কোনো রকম ব্যাংকিং লেনদেনের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলাম না। কাজেই এর মাধ্যমে নিজের লাভবান হওয়ার বা অন্য কাউকে লাভবান করার কোনো প্রশ্নই উঠতে পারে না। : বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৮ মিনিটে রাজধানীর বকশী বাজারে বিশেষ জজ আদালতে-৫-এ হাজির হন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করে বক্তব্য দেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে বেগম খালেদা জিয়াকে দুই মামলায় জামিন দেন। জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলায় যুক্তিতর্কের জন্য ১৯, ২০ ও ২১ ডিসেম্বর ধার্য করে আদালত। একই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার জবানবন্দির দিন ধার্য করেন। : বেগম খালেদা জিয়া তার দেয়া অসমাপ্ত জবানবন্দির ৭ম দিনে ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আদালতে দেয়া জবানবন্দির পূর্ণ বিবরণ : : বেগম খালেদা জিয়া বলেন, পি.ডব্লিউ-৩১ ও পি.ডব্লিউ-৩২ উভয়েই তাদের অনুসন্ধানকালীন রিপোর্টে তাদের সংগৃহীত জবানবন্দির বরাতে উল্লেখ করেছেন যে, কুয়েতের আমীর অনুদানটি প্রদান করেন জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করার জন্য। তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী এরূপ তহবিল আনয়ন করেছেন এই মর্মে উভয় সাক্ষীই সাক্ষ্য প্রদান করেছেন। এই তথ্যটি কোনরূপ বিরুদ্ধ সাক্ষ্য দ্বারা অপ্রমাণিত হয় নাই। আসামি পক্ষের একটি নোটারাইজড সার্টিফিকেটের মাধ্যমে বাংলাদেশস্থ কুয়েত অ্যাম্বাসি হতে প্রদত্ত অকাট্য প্রমাণ বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। সেই প্রত্যয়নপত্রে কুয়েত অ্যাম্বাসি থেকে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট অনুদান কুয়েতের আমির জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য অনুদান হিসেবে প্রদান করেন। এইরূপ অনুদান প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে কোনোদিনই প্রধানমন্ত্রীর দফতরে প্রেরিত ও গৃহীত হয় নাই। রাষ্ট্রপক্ষের পি.ডব্লিউ-১৯ তার সাক্ষ্যে বিজ্ঞ আদালতে বলেন, মামলার তদন্তকারী হারুন-অর-রশিদ তাকে ২০০৮ সালের জুন মাসে ফটিকছড়ি উপজেলায় নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত থাকাবস্থায় একটি নোটিশ প্রদান করেন। তিনি তদন্তকারী কর্মকর্তার নোটিশ প্রাপ্ত হয়ে বলেন, সর্বশেষ ১৯৯২ সালের জুন মাস হতে ১৯৯৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতরে হিসাবরক্ষক পদে তিনি চাকরি করেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে প্রথমে একটি বেসরকারি কলেজে এবং পরবর্তীতে সরকারি কলেজে যোগদান করেন। এরপর ১৯৯৪ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এই সাক্ষীর স্বীকৃতি মতে প্রধানমন্ত্রীর দফতরে কর্মরত প্রধানমন্ত্রীর সচিবের একান্ত সচিব পি.ডব্লিউ-১৪ সৈয়দ জগলুল পাশা তাকে প্রধানমন্ত্রীর দফতরে ডেকে নেন এবং তিনি নির্দেশিত হয়ে আপডেট এন্ট্রি লেখেন। এই আপডেট এন্ট্রি লেখার সময় এই সাক্ষী বিসিএস ক্যাডারে সরকারি কলেজে চাকরিরত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাকরি ছেড়ে চলে যাওয়ার ৯/১০ মাস পরে আমাকে ডেকে নিয়ে আসে। : তিনি আরও বলেন, “বস্তু প্রদর্শনী-ওওও (রোমান থ্রি) সিরিজ ও ওওওঅ-(রোমান থ্রিএ)-তে কোনো নোটশিট ছিল না এবং তিনি কোনোদিন নোটশিট দেখেননি।” পি.ডব্লিউ-২০ তার সাক্ষ্যে স্বীকার করেন যে, পি.ডব্লিউ-৩২ তার কাছ থেকে মামলার সংশ্লিষ্ট এতিম তহবিলের মূলনথি চাইলে তিনি তা সরবরাহ করতে পারেননি। পি.ডব্লিউ-৩২ প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছিলেন এবং এই সাক্ষী দুটি পত্র দিয়ে জানিয়েছিলেন যে, মূল নথিটি পাওয়া যাচ্ছে না। পি.ডব্লিউ-৩১ তার জেরায় বলেন, সোনালী ব্যাংক লিমিটেড রমনা কর্পোরেট শাখা হতে প্রেরিত পত্র প্রদর্শনী-৪৮-এ বলা হয়েছে, উক্ত শাখায় পরিচালিত প্রধানমন্ত্রীর এতিম তহবিল চলতি হিসাব নম্বর ৫৪১৬-এর জন্য চাওয়া নিম্নলিখিত দীর্ঘ সময়ের পুরাতন রেকর্ডপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বিধায় সরবরাহ করা যাচ্ছে না। পি.ডব্লিউ-২১ তার সাক্ষ্যে বলেন, আমি দায়িত্ব পালনকালে এতিম তহবিল সংক্রান্ত বিষয়ে কোনো মূলনথি কোনো সময়ই দেখিনি। ত্রাণ তহবিল, স্বেচ্ছাধীন তহবিল, গোপনীয় তহবিল সংক্রান্ত বিষয় একান্ত সচিব সাহেব দেখতেন। প্রধানমন্ত্রীর এতিম তহবিলের কোনো মূল ফাইল আমি কোনো দিন দেখিনি। রাষ্ট্রপক্ষের বিভিন্ন সাক্ষী যেমন পি.ডব্লিউ-৯, পি.ডব্লিউ-১০, পি.ডব্লিউ-১১, পি.ডব্লিউ-১২, পি.ডব্লিউ-১৩, পি.ডব্লিউ-১৪, পি.ডব্লিউ-১৯, পি.ডব্লিউ-২০, পি.ডব্লিউ-২১ ও পি.ডব্লিউ-২৬ যে সাক্ষ্য বিজ্ঞ আদালতে প্রদান করেছেন তার বরাত দিয়ে এবং সকল প্রকার উপস্থাপিত দালিলিক সাক্ষ্যের আলোকে এটা দৃশ্যমান হবে যে, আমি প্রধানমন্ত্রীর এতিম তহবিল সংক্রান্ত বিষয়ে কোনোদিনই কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না। প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে কোনোদিন কোনো তহবিল ছিল না এবং এটা অস্তিত্ববিহীন। এর কোনো একাউন্টের প্রমাণপত্র, কোনো মূল নথিপত্র, কোনো নোটশিট উপস্থাপিত হয়নি। কতকগুলো সই-স্বাক্ষরবিহীন ঘষামাজা ফাইল নম্বর উল্লেখ করে কিছু রেডর্ক প্রস্তুত করে দুদক কর্মকর্তা এই মামলায় আমাকে হয়রানিমূলকভাবে জড়িত করার ব্যর্থ চেষ্টা করেছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট একটি প্রাইভেট ট্রাস্ট। এ নিয়ে কারো কোনো ভিন্নমত নেই। এই প্রাইভেট ট্রাস্টটির কোনরূপ আর্থিক অনিয়ম হয়েছে বলে ট্রাস্ট সংশ্লিষ্ট কারো কোনো অভিযোগ নাই। সরকারের কোনো ফান্ড দ্বারা জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন হয় নাই। কুয়েতের আমীরের এককালীন অনুদান স্বীকৃত মতে তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান কর্তৃক আনীত হয় মর্মে সাক্ষ্য প্রমাণে প্রতিষ্ঠিত হয়েছে। দুদকের তদন্তে বৈদেশিক অনুদান প্রাপ্তির বিষয়ে কোনোরূপ ভিন্ন দাবি কেউ করেননি। প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে কোনোদিনই কোনো বাস্তবভিত্তিক কোনো তহবিল ছিলো- এ জাতীয় ডকুমেন্ট প্রধানমন্ত্রীর দফতর হতে আসে নাই এবং প্রধানমন্ত্রীর দফতর হতে কোনো অভিযোগও কেউ করেন নাই। নিয়মিত ও আইন বর্ণিত পন্থায় কোনো অডিট আপত্তিও বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় নাই। আমাকে, জিয়া পরিবারকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সম্পূর্ণরূপে হয়রানি করার প্রয়াস হিসেবে এবং রাজনীতি থেকে দূরে রাখার অপপ্রয়াস হিসেবে অনুমান নির্ভর ও কল্পিত অভিযোগে এই মামলায় মিথ্যা বর্ণনায় আমাকে জড়িত করা হয়েছে। : তিনি বলেন, আমি জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো সেটেলর বা ট্রাস্টি বোর্ডের সদস্য নই। এই ট্রাস্ট গঠন, এর তহবিল সংগ্রহ, ট্রাস্ট পরিচালনা এবং কোনো ধরনের কোনো লেনদেনের সঙ্গেও আমার ব্যক্তিগতভাবে বা প্রধানমন্ত্রী হিসাবে কখনো কোনো রকম সম্পর্ক ছিলো না ও নেই কোনো পর্যায়ে। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বগুড়ায় জমি ক্রয় বা আশুলিয়ায় জমি ক্রয়-বিক্রয়ের সাথেও আমার কোনো সম্পর্ক নাই। জিয়া অরফানেজ ট্রাস্টের এস.টি ডি. হিসাব নং-৭ খোলা এবং ঐ হিসাবের লেনদেন পরিচালনা করা ইত্যাদির সাথেও আমার কোনো সম্পর্ক নাই। এই মামলার অনুসন্ধান বা তদন্তকালে পি.ডব্লিউ ১ হারুন-অর-রশীদ এমন কোনো দালিলিক প্রমাণ এবং স্যা প্রমাণ সংগ্রহ করতে পারেন নাই যার মাধ্যমে তিনি দেখাতে পারেন যে, আমি জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করেছি। অথচ কোনো রকম প্রমাণাদি ছাড়া সাী হারুন-অর-রশীদ মামলার এজাহার, অভিযোগপত্র এবং তার জবানবন্দিতে আমার বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ এনেছেন যে, আমি নাকি আমার পুত্রদ্বয় এবং আমাদের আত্মীয় মোমিনুর রহমানকে দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করেছি। আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পক্ষ, বিশেষ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের কতিপয় সদস্য প্রায়শই আমাকে জড়িয়ে জনসম্মুখে মিথ্যা বক্তব্য প্রচার করেন। পি.ডব্লিউ ১ হারুন-অর-রশীদের জবানবন্দিতে আমার বিরুদ্ধে যেসব মনগড়া ও মিথ্যা বক্তব্য দিয়েছেন তার সাথে সেই সব  অপপ্রচারণার একটি সামঞ্জস্যতা পাওয়া যায়। যা থেকে আপনি সহজেই অনুধাবন করতে পারবেন যে, হারুন-অর-রশীদকে একটি বিশেষ উদ্দেশ্যে এই মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা, মামলার বাদী এবং তাকেই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমার বিরুদ্ধে কাজে লাগানো হয়েছে। সাী হারুন-অর-রশীদ তার জবানবন্দিতে বলেছেন যে, আমি নাকি অনুদানের অর্থ থেকে দুই কোটি তেত্রিশ লাখ তেত্রিশ হাজার পাঁচশ টাকা জিয়া অরফানেজ ট্রাস্টের অনুকূলে প্রদান করি। এই বক্তব্য সম্পূর্ণ অমূলক, ভিত্তিহীন ও কাল্পনিক। সাীর এই বক্তব্য কোনো দালিলিক প্রমাণ দ্বারা সমর্থিত নয়। একজন অনুসন্ধানকারী কিংবা তদন্তকারী কর্মকর্তা কোনো দালিলিক প্রমাণাদি ছাড়া কীভাবে এমন মনগড়া অভিযোগ ও বক্তব্য উপস্থাপন আনয়ন করতে পারেন, তা সত্যিই বিস্ময়কর।  আমি জিয়া অরফানেজ ট্রাস্টের অনুকূলে কখনো কোনো অর্থ দেইনি। এই ধরনের লেনদেনের ব্যাপারে কোনো চেকও আমি কখনো স্বার করিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট নামে এতিমখানা স্থাপনের সাথেও আমার কখনো কোনরূপ সম্পৃক্ততা ছিলো না, এখনও নাই। : বিএনপি চেয়ারপারসন বলেন, সাী হারুন-অর-রশীদ তার জবানবন্দিতে বলেন যে, “অথচ দীর্ঘ সময় কথিত জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো হিসাব নিকাশ না করে বা দেশের কোনো প্রতিষ্ঠিত অডিট ফার্মকে দিয়ে দীর্ঘ ১৪ বছরে কোনো অডিট না করিয়ে উক্ত কথিত ট্রাস্টের নামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের সহায়তায় আত্মসাতের ব্যবস্থা করেন।” সাীর এই বক্তব্য ডাহা মিথ্যা, তথ্য-প্রমাণবিহীন এবং সম্পূর্ণ মনগড়া। এই মামলায় কোনো সাীই এমন কোনো তথ্য প্রমাণ দেন নাই যে, আমি এই ট্রাস্টের সাথে জড়িত ছিলাম। অথচ, সাী হারুন-অর-রশীদ একজন অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তা হিসাবে কোনো দালিলিক প্রমাণ ছাড়া আমার ভাবমূর্তি ুণœœ করার উদ্দেশ্যে এইরূপ মনগড়া স্যা দিয়েছেন। আমি আপনার কাছে সবিনয়ে আবারও বলতে চাই যে, জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন বা পরিচালনা সংক্রান্ত বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নাই। হারুন-অর-রশীদ আমার বিরুদ্ধে এই সংক্রান্ত কোনো একটি দালিলিক প্রমাণও পান নাই কিংবা আদালতে উপস্থাপন করতে পারেননি। অথচ তিনি আমার বিরুদ্ধে একের পর এক বিষোদগার করে স্যা প্রদান করেছেন। ফলে আমার বিরুদ্ধে তার প্রদত্ত অসত্য সাক্ষ্য আইনগতভাবে বিবেচনা করার কোনো সুযোগ নাই বলে আমি দাবি করছি। এই সাী জবানবন্দিতে বলেছেন, আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাকি একটি অস্তিত্ববিহীন ট্রাস্ট গঠন করে অন্যান্যের সহযোগিতায় অসৎ উদ্দেশ্যে পে-অর্ডারের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের একাউন্ট অপারেশনের মাধ্যমে উক্ত হিসাব থেকে সম্পূর্ণ টাকা তুলে নিয়ে আত্মসাতের প্রক্রিয়া সম্পন্ন করি। সাীর এই বক্তব্য অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। : তিনি আরো বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে লাভবান হয়েছেন বা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে তার নিজেস্ব পরিচালনায় প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামীয় তহবিল গঠন করেন।” : তিনি আরো বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যান্যদের সহযোগিতায় ও যোগসাজশে অবৈধভাবে নিজে লাভবান হওয়ার ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পদে থেকে নিজ মতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে আত্মসাৎ করেন বা আত্মসাতের কাজে সহযোগিতা করেন।” সাীর এই বক্তব্যসমূহ সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন। তার এইসব বক্তব্য ও গুরুতর অভিযোগ প্রমাণের জন্য তিনি দালিলিক কোনো সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আদালতে দাখিল করতে পারেননি। সাক্ষ্য আইনের বিধানমতে এরূপ সাক্ষ্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। তিনি অসৎ উদ্দেশ্যে অপরের আঙ্গুলি হেলনে আমার বিরুদ্ধে কাল্পনিক মিথ্যা স্যা দিয়েছেন। তিনি নিরপেভাবে দায়িত্ব পালন করলে বা নিজে নিরপে থাকলে এইরূপ অনুমান নির্ভর স্যা দেয়ার সুযোগ ছিল না। কারণ আমি  জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করিনি। কাজেই আমার সৎ কিংবা অসৎ কোনো উদ্দেশ্য থাকার সুযোগ নেই। আমি এই ট্রাস্টের তহবিল সংগ্রহ, বন্টন এবং কোনো রকম ব্যাংকিং লেনদেনের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলাম না। কাজেই এর মাধ্যমে নিজে লাভবান হওয়ার বা অন্য কাউকে লাভবান করারও কোনো প্রশ্ন উঠতে পারে না। : তিনি বলেন, বিএনপি সরকার একজন বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার ল্েয দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ প্রণয়ন করে। আপনি জানেন, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ৩(২) ধারার বিধানমতে কমিশন হবে একটি স্বাধীন ও নিরপে কমিশন। অথচ এই মামলায় কমিশনের কর্মকর্তা হিসাবে সাক্ষী হারুন-অর-রশিদ কমিশনের সেই স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেননি। আমি আরো উল্লেখ করতে চাই যে, এই সাক্ষী হারুন-অর রশিদকে কমিশনের সেটআপে অন্তর্ভুক্ত না করায় পরবর্তীতে আমার বিরুদ্ধে মামলা করা এবং সাক্ষ্য দেয়ার জন্য তাকে আবার কমিশনে ফিরিয়ে আনা হয়েছে। প্রথম অনুসন্ধানকারী কর্মকর্তা আমার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ ও অভিযোগ পান নাই এবং আমাকে অভিযোগের তালিকাভুক্ত করে নাই এবং একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে জিয়া অরফানেজ ট্রাস্টকে একটি প্রাইভেট ট্রাস্ট হিসাবে বর্ণনা করেন এবং দুর্নীতি দমন কমিশন আইনের তালিকাভুক্ত কোনো অপরাধ হয়নি বলে সুস্পষ্ট মতামত দিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেন। অথচ সাী হারুন-অর-রশীদ দুর্নীতি দমন কমিশন আইনের ৩(২) ধারায় উল্লেখিত নিরপেতার বিধান লঙ্ঘন করে কোনোরূপ দালিলিক প্রমাণ ছাড়া মাত্র ১৫ দিনের ব্যবধানে আমার বিরুদ্ধে একটি হয়রানিমূলক ও মিথ্যা রিপোর্ট দাখিল করেন এবং তারই ধারাবাহিকতায় তিনি আপনার আদালতেও কোনো তথ্য-প্রমাণ বা দালিলিক প্রমাণাদি ছাড়া আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ করেছেন। চাকরিতে পদোন্নতি ও ব্যক্তিগতভাবে লাভবান হবার অসৎ উদ্দেশ্যে তিনি আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহলের ইচ্ছা ও নির্দেশ অনুযায়ীই যে এইসব করেছেন তা স্পষ্টই প্রতীয়মান হয়। আমি এই মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করছি এবং আপনার আদালতে ন্যায়বিচার প্রার্থনা করছি। : পি.ডব্লিউ-২ এস.এম.গাফ্ফারুল আলম দাবি করেছেন যে, এজাহারকারী হারুন-অর-রশীদ, উপ-সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা-এর লিখিত এজাহার পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এই মামলার এজাহার রুজু করেন। এজাহার ফরমে এ মামলার ঘটনাস্থল প্রাইম ব্যাংক, নিউ ইস্কাটন শাখা, রমনা, ঢাকা মর্মে উল্লেখ রয়েছে। ঘটনাস্থল প্রাইম ব্যাংক, নিউ ইস্কাটন শাখা, রমনা, ঢাকার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই বা কখনো ছিলো না। সাী পি.ডব্লিউ-২ এস.এম. গাফ্ফারুল আলম দুর্নীতি দমন কার্যালয়ের কোনো ফরোয়ার্ডিং লেটার বা অনুমোদনপত্র ছাড়া এজাহার রুজু করেছেন। কমিশনের অনুমোদন ছাড়া এজাহার রুজু করার আইনগত এখতিয়ার এই সাীর ছিল না। ফলে এই সাীর বক্তব্য আইনগতভাবে বিবেচনা করার সুযোগ আছে কিনা আপনি তা বিবেচনা করে দেখবেন। এই সাী আমার নাম উচ্চারণ করে বা আমাকে সম্পৃক্ত করে কিছুই বলেন নাই। তাছাড়া এই সাী জবানবন্দিতে যা বলেছেন, সে সম্পর্কে আমি বলতে চাই যে, তিনি আদালতে যে সব বিষয়ে স্যা দিয়েছেন এই সব বিষয়ের সাথে আমার কোনোরূপ সম্পর্ক নাই। এই সাীর সা্েয বর্ণিত জিয়া অরফানেজ ট্রাস্ট, ট্রাস্টের কথিত এসটিডি হিসাব নং-৭, জিয়া অরফানেজ ট্রাস্টের ডিড অব ট্রাস্ট, এসটিডি হিসাব নম্বর-এর স্বার কার্ড বা স্বার, গুলশান নিউ নর্থ শাখা সোনালী ব্যাংক-এর এসটিডি হিসাব নং ৭-এর চেক নং- ৪৮৮২৪০৭, ৪৮৮২৪০২, ৪৮৮২৪০৬, ৪৮৮২৪০৪, ৪৮৮২৪০৩ ইত্যাদি চেকে আমার কোনো স্বার নাই বা আমার এই সব চেকের সাথে বা লেনদেনের সাথে কোনো সম্পর্ক নাই। তাছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টের হিসাব বিবরণী বা এই সংক্রান্ত কোনো কর্মকান্ডের সাথে আমি খালেদা জিয়ার কিংবা প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়ার কোনো সম্পর্ক নাই কিংবা কখনো ছিল না। : আদালতে বেগম খালেদা জিয়া বলেন, ফৌজদারী বিচার ব্যবস্থাসহ অন্যবিধ বিচার ব্যবস্থায় মামলার ফলাফল সম্পূর্ণরূপে সাক্ষ্য নির্ভর। বর্তমান মামলায় সাক্ষ্য আইনের কোনো প্রতিফলন নেই বলে স্পষ্টত দৃশ্যমান হয়। কেবলমাত্র দুদকের একজন অনুসন্ধানকারী এবং পরবর্তীতে তদন্তকারী কর্তৃক, দাখিলকৃত চার্জশীটের ওপর নির্ভর করে কোনো বিচারে কাউকে দোষী সাব্যস্ত করার কোনো নিয়ম নেই আপনি এটা নিশ্চয়ই অনুধাবন করবেন। আমার বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে এবং আমাকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, আমি নাকি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে ক্রিমিনাল ব্রিচ অব ট্রাস্ট জনিত অপরাধ করেছি। কিন্তু আইন অনুযায়ী সাক্ষ্য-প্রমাণে এই অভিযোগ কোনোভাবেই প্রমাণিত হয়নি। মামলাটির সাক্ষ্যে একমাত্র পি.ডব্লিউ ১ হারুন-অর-রশীদ যিনি পি.ডব্লিউ ৩১ তদন্তকারী হিসেবে সাক্ষী দিয়েছেন তিনি ছাড়া আর কোনো সাক্ষীর বরাতে আমার বিরুদ্ধে তথাকথিত ক্ষমতার অপব্যবহারের কথা মাননীয় আদালতে কেউ বলেনি। এই অতি উৎসাহী সাক্ষী পি.ডব্লিউ ১ হিসেবে সম্পূর্ণ অসত্য বিবরণ দিয়ে অসত্য বক্তব্য প্রদান করে তার সাক্ষ্যে বলেছেন, “বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে সোনালী ব্যাংক রমনা কর্পোটের শাখায় একাউন্ট খোলেন”। এই সাক্ষী একইভাবে এই মামলার যাবতীয় অভিযোগ সরাসরি আমার বিরুদ্ধে করেন। : তিনি অভিযোগ করেন, আমি এতিম তহবিল পরিচালানার জন্য সরকারের নীতিমালা তৈরি করি নাই। তিনি সম্পূর্ণ অসত্য অভিযোগ উত্থাপন করে আরো বলেন, আমি ট্রাস্ট গঠন করি, আমি ট্রাস্ট রেজিস্ট্রি করি, আমি সেটেলর নিয়োগ করি, আমি প্রাপ্ত অর্থ বিলি বন্টন করি, এমনকি আমি জিয়া অরফানেজ ট্রাস্টের অনুকূলে টাকা প্রদান করি এবং আমার দ্বারাই প্রাপ্ত টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করা হয়। এর প্রতিটা অভিযোগ অসত্য এবং অপ্রমাণিত। এই সাক্ষী এমনও দাবি করেছেন যে, আমি প্রাপ্ত অর্থের হিসাব নিকাশের কোনো ব্যবস্থা করি নাই অথবা কোনো প্রতিষ্ঠিত অডিট ফার্মকে দিয়ে অডিট করা হয়নি। এরূপ বর্ণনাতে এই সাক্ষী দাবি করেছেন যে, আমি প্রধানমন্ত্রীর এতিম তহবিলের টাকা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের প্রক্রিয়া সম্পন্ন করি। যে বিষয়গুলোর সঙ্গে আমার কোনোভাবেই কখনো কোনো সম্পর্ক ছিলো না সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই উক্ত সাক্ষী এইসব বানোয়াট অভিযোগ উত্থাপন করেছেন। এই সাক্ষী অকপটে স্বীকার করেন যে, প্রধানমন্ত্রীর এতিম তহবিল পূর্বেও ছিল না এবং পরবর্তীতেও এর কোনো কার্যক্রম পরিচালিত হয়নি। : তিনি বলেন, এই সাক্ষীকে জেরা করা হলে তিনি স্বীকার করেছেন যে, তিনি অনুসন্ধানকারী হিসেবে নিয়োগের পূর্বে পি.ডব্লিউ-৩২ মো: নুর আহাম্মদ বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট একটি প্রাইভেট ট্রাস্ট এবং তার অনুসন্ধানে তিনি আমার বিরুদ্ধে কোনো কিছু পাননি। তিনি আমাকে মামলার সঙ্গে সম্পৃক্ত করার মতো কিছুই পাননি। পি.ডব্লিউ ৩২ নুর আহাম্মদ তার সাক্ষ্যে বলেছেন, দুদক বিধিমালা ২০০৭-এর ৭(৩) বিধি অনুযায়ী অনুসন্ধান তদারকির জন্য একজন উপ-পরিচালক নিয়োগ করা হয়ে থাকে। সে অনুযায়ী তার অনুসন্ধান তদারকির জন্য দুদক প্রধান কার্যালয়ে একজন পরিচালক মো: লোকমান হাকিম দায়িত্বপ্রাপ্ত ছিলেন। নুর আহাম্মদ স্বীকার করেন যে, তার অনুসন্ধান তদারকির দায়িত্বে নিয়োজিত পরিচালক মো: লোকমান হাকিম তার দৈনন্দিন অনুসন্ধান কাজ তদারকি করেছেন এবং ১১/৬/২০০৮ ইং তারিখে তার অনুসন্ধান রিপোর্ট দাখিল পর্যন্ত তিনি তদারকি করেছেন। : এই সাক্ষী অর্থাৎ পি.ডব্লিউ ৩২ আরো বলেন, অনুসন্ধানকালে তিনি যে সকল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন তাদের সকলের জবানবন্দি তিনি রেকর্ড করেছেন এবং তা সিডিতে আছে। এই সাক্ষী স্বীকার করেছেন যে, পি.ডব্লিউ ১৪ জগলুল পাশা, পি.ডব্লিউ-৯ মাজেদ আলী, পি.ডব্লিউ ১০ আলফাসানী, পি.ডব্লিউ-১১ মো: মোখলেছুর রহমান, পি.ডব্লিউ-১৩ মহিউদ্দিন আহাম্মদ, পি.ডব্লিউ-১৯ মো: মোস্তফা কামাল মজুমদার, পি.ডব্লিউ-২০ মো: তৌহিদুর রহমান তার নিকট কোনো জবানবন্দি দেননি। অথচ এই সব সাক্ষীই মাননীয় আদালতে সাক্ষ্য দিয়েছেন বা তাদেরকে পি.ডব্লিউ-৩১ এর দ্বারা সাক্ষী হিসেবে উপস্থাপিত করা হয়েছে। এই রূপ বিতর্কিত সাক্ষ্যের দ্বারা আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এই পি.ডব্লিউ-৩২ তার সাক্ষ্যে বলেছেন, একটি অভিযোগের ভিত্তিতে এই মামলার অনুসন্ধান কাজ করা হয়। তবে অভিযোগের তারিখ তার মনে নাই। এই সাক্ষী স্বীকার করেন যে, তার অনুসন্ধান প্রতিবেদনে উল্লিখিত অভিযুক্তদের নামের তালিকায় আমার নাম নেই। অনুসন্ধান প্রতিবেদনে অভিযোগের বিবরণীতেও আমার নাম নেই। এই সাক্ষী আরো বলেন যে, প্রধানমন্ত্রীর অফিস থেকে এতিম তহবিল পরিচালনা সংক্রান্ত নথি বা নথির কোনো কাগজপত্র তাকে সরবরাহ করা হয়নি। এই সাক্ষী স্বীকার করেছেন যে, তিনি কারাগারে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান সার্বিক বিষয়ে জানতেন। এটা তার রিপোর্টেও আছে। এই সাক্ষী তার রিপোর্টে লিখেছেন, অভিযুক্ত ব্যক্তিরা কেউ পাবলিক সার্ভেন্ট হিসেবে গণ্য নন। এই সাক্ষী তার অনুসন্ধান প্রতিবেদনে বলেছেন যে, জিয়া অরফানেজ ট্রাস্ট একটি প্রাইভেট ট্রাস্ট। এই সাক্ষী বলেছেন যে, প্রধানমন্ত্রীর এতিম তহবিল কোন্ সনে বা কত তারিখে বা কোন্ প্রধানমন্ত্রীর আমলে খোলা হয় বা প্রধানমন্ত্রীর এতিম তহবিলে কে কত টাকা অনুদান দিয়েছে বা কোথা থেকে অনুদান এসেছে বা ঐ এতিম তহবিলের ফান্ডে স্থিতির পরিমাণ কত সেই সংক্রান্ত তথ্যের জন্য তার অনুসন্ধানকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে ডকুমেন্ট, রেকর্ডপত্র, কাগজপত্র চেয়ে প্রধানমন্ত্রীর দফতরে তিনি রিকুইজিশন দিয়েছিলেন। এই সাক্ষী এও বলেন যে, শহীদ জিয়াউর রহমানের নামে ট্রাস্ট গঠনের জন্য কুয়েতের আমির একটি অনুদান দিয়েছেন বলে তারেক রহমান তার বক্তব্যে বলেছেন এবং তিনি  সে কথা তার রিপোর্টে উল্লেখও করেছেন। একইরূপ বক্তব্য মোমিনুর রহমানও দেন এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মো: মোস্তাফিজুর রহমান এই ফান্ড আনেন। : সাবেক প্রধানমন্ত্রী বলেন, একজন তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যের ভিত্তিতে মামলার অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, এরূপ দাবির সমর্থনে ফৌজদারী বিচার-ব্যবস্থায় কোনো নজির পাওয়া যাবেনা। একজন তদন্তকারী কর্মকর্তা কোনো ঘটনার সাক্ষী হতে পারে না। বরং তদন্ত কর্মকর্তার উত্থাপিত অভিযোগের সমর্থনে বিভিন্ন সাক্ষী যে বক্তব্য দিয়ে থাকে সেটাই সাক্ষ্য। প্রধানমন্ত্রীর কথিত এতিম তহবিলের জন্য বিদেশি অনুদান সংগ্রহ করা অথবা সেই অনুদানের অর্থ দিয়ে একাউন্ট খোলা অথবা সেই একাউন্ট পরিচালনা করা বা সেই একাউন্ট হতে টাকা উত্তোলন করার বিষয়ে আমার বিরুদ্ধে কোনো বর্ণনা অন্য কোনো সাক্ষীর মাধ্যমে মাননীয় আদালতে আসেনি। অনুসন্ধান পর্যায়ে অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী যে তথ্য উপস্থাপিত হয়েছে তাতে নিশ্চিতভাবে বলা হয়েছে যে, কুয়েতের আমীর এককালীন অনুদানটির রেমিটেন্স প্রদান করেছিলেন। অথচ সরাসরি বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ কোষাগারে ঐ রেমিটেন্স প্রাপ্তির কোনো উল্লেখ অনুসন্ধান প্রতিবেদনে নেই। প্রধানমন্ত্রীর দফতরে রেমিটেন্স কুয়েত হতে প্রেরণের কোনো এডভাইস বাংলাদেশ ব্যাংক অথবা প্রধানমন্ত্রীর দফতরে প্রেরিত হয়নি। অনুসন্ধান প্রতিবেদনের তথ্য খন্ডন করে রেমিটেন্স কুয়েত ছাড়া ভিন্ন কোনো উৎস হতে প্রদান করার কোনো তথ্য অনুসন্ধান পর্যায়ে অথবা তদন্ত পর্যায়ে প্রসিকিউশন আনতে ব্যর্থ হয়েছে। কুয়েত থেকে এরূপ অর্থ প্রাপ্তির বিষয়ে ঢাকাস্থ কুয়েত অ্যাম্বাসি হতে একটি সার্টিফিকেট প্রদান করা হয়েছে, যার নোটারাইজড সার্টিফিকেট বিজ্ঞ আদালতে উপস্থাপিত হয়েছে। বিজ্ঞ আদালত  সেই ডকুমেন্ট নথিভুক্ত করে রেখেছেন, তবে আশ্বাস দিয়েছেন যে, এটি বিবেচনা করা হবে। পি.ডব্লিউ ২৬ খন্দকার আব্দুস সাত্তার একজন সাবেক রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। আব্দুস সাত্তার তদন্তকারী কর্মকর্তা হারুন অর রশিদের একটি পত্রের বরাতে জরুরি ভিত্তিতে এ রেমিটেন্স সম্পর্কে প্রদর্শনী-১৮, তারিখ ১৬/০৬/২০০৮-এর পত্র মারফত  বাংলাদেশ দুতাবাস সৌদি আরবকে প্রদর্শনী-১৯ মারফত তদন্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য প্রদানের জন্য বলেছিলেন। কিন্তু এ তথ্য প্রাপ্তির প্রয়াস নিস্ফল হয়েছে। তার সাক্ষ্যে তিনি বলেছেন যে, যাচিত তথ্যাবলি সংগ্রহের ক্ষেত্রে নিশ্চিতভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। এই সাক্ষী কর্তৃক দাখিলকৃত বিভিন্ন পত্র বিজ্ঞ আদালতে নথিভুক্ত করা হলেও এটা স্পষ্টতই প্রতীয়মান হবে যে, দুদকের পক্ষ থেকে অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখিত রেমিটেন্সের সূত্র হচ্ছেন কুয়েতের আমীর। অথচ সেখানে কোনো যোগাযোগ করা হয়নি। এটা অবশ্যই সংশ্লিষ্টদের দুষ্ট মনের পরিচয় বহন করে। পি.ডব্লিউ ২৬ আরো বলেছেন যে, রেমিটেন্সের ডিডি সম্পর্কে প্রধানমন্ত্রীর দফতর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো পত্র যোগাযোগ করা হয়নি। : বেগম খালেদা জিয়া বলেন, রেমিটেন্স ও ডিডি সম্পর্কে পি.ডব্লিউ ১২ মনজুর হোসেন সোনালী ব্যাংক, রমনা কর্পোরেট ব্রাঞ্চ-এর কিছু তথ্য বিজ্ঞ আদালতে দাখিল করেন এবং হিসাব নং-৫৪১৬ হিসাবের বরাত দিয়ে কিছু বক্তব্য প্রদান করেন। গত ২২/০৭/২০০৮ তারিখে দেয়া তার সাক্ষের বর্ণনামতে তিনি বলেন, হিসাবটি খোলেন ড: কামাল সিদ্দিকী, তদানিন্তন ভারপ্রাপ্ত সচিব এবং তিনিই স্বাক্ষরকার্ডে স্বাক্ষর করেন। এই সাক্ষী জেরায় বলেন যে, হিসাব নং -৫৪১৬-এর একাউন্ট ওপেনিং ফরম, সিগনেচার কার্ড যে কর্মকর্তার সময়ে হয়েছে বা প্রস্তুত করেছেন উক্ত কর্মকর্তার সাথে তিনি কোনোদিন চাকরি করেন নাই এবং একাউন্ট ওপেনিং ফরম ও সিগনেচার কার্ড  কে কোন্ সময় প্রস্তুত করেছেন বা স্বাক্ষর করেছেন সে সম্পর্কে তার ব্যক্তিগত কোনো জ্ঞান নেই এবং এগুলোর লেখা তার সামনে হয় নাই। এই সাক্ষী অকপটে স্বীকার করেছেন যে, জব্দকৃত কাগজের কোথায়ও আমার অর্থাৎ বেগম খালেদা জিয়ার নাম বা স্বাক্ষর নাই। এই সাক্ষী স্বীকার করেন যে, প্রধানমন্ত্রীর দফতরের কোনো অনুমতিপত্র বা স্মারকপত্র একাউন্ট ওপেনিং ফরমের সাথে নাই। এই সাক্ষী অকপটে স্বীকার করেন যে, ড: কামাল সিদ্দীকীর হাতের লেখা ও স্বাক্ষর সম্পর্কে তার ব্যক্তিগত জ্ঞান বা ধারণা নেই। এই সাক্ষী আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের শাখা যেখানে থাকে সেখানে সোনালী ব্যাংক ট্রেজারী শাখার ভূমিকা পালন করে না। এই সাক্ষী আরও বলেন যে, বাংলাদেশ ব্যাংক ঢাকা শহরে আছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের কোনো রেমিটেন্স-এর বিষয়ে ঢাকা শহরে বাংলাদেশ ব্যাংকই দায়িত্ব পালন করে থাকে। এই সাক্ষী আরও বলেছেন, প্রধানমন্ত্রীর দফতরে এতিম তহবিল সংশ্লিষ্ট হিসাবের স্থিতি, লেনদেন ও রেমিটেন্স ইত্যাদি বিষয়ে তার কর্মকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনো পত্র, স্মারকপত্র বা অডিট আপত্তি আসেনি। এই সাক্ষী স্বীকার করেন যে, চৎরসব গরহরংঃবৎ ঙৎঢ়যধহধমব ঋঁহফ লেখাগুলো কার তা তার জানা নাই। এই সাক্ষী রেমিটেন্স সংক্রান্ত কোনো কাগজপত্র দুদককে দিতে পারেননি। পি.ডব্লিউ ১৩ মহিউদ্দিন আহম্মদ, সোনালী ব্যাংক লিমিটেড, রমনা কর্পোরেট ব্রাঞ্চের একজন প্রিন্সিপাল অফিসার হিসাবে সাক্ষ্য দিয়েছেন। এই সাক্ষী জেরায় স্বীকার করেছেন যে, ব্যাংকের হিসাব খোলার ফরম ও স্বাক্ষর কার্ড সম্পর্কে তার কোনো ধারণা নাই। এমনকি রেমিটেন্স সংক্রান্ত কোনো ডকুমেন্ট না পাওয়ায় তিনি তা দিতে পারেননি। এই সাক্ষী স্বীকার করেন যে, জব্দকৃত আলামতসমূহে আমার অর্থাৎ বেগম খালেদা জিয়ার নামের উল্লেখ নাই। এই সাক্ষী স্বীকার করেন যে, বিদেশ থেকে কোনো রেমিটেন্স আসলে তা রেকর্ড করে কাগজপত্রাদি সংরক্ষণ করা হয়। কিন্তু এক্ষেত্রে রেমিটেন্স সংক্রান্ত কোনো তথ্যাদি বিজ্ঞ আদালতে সাক্ষ্য হিসাবে আসে নাই। : তিনি বলেন, আমার সম্পর্কে পি.ডব্লিউ ১ হারুন অর রশীদ দাবি করেছেন, আমি সোনালী ব্যাংকে একাউন্ট খুলি এবং অপারেট করি। কিন্তু এ জাতীয় কেনো তথ্য প্রধানমন্ত্রীর দফতর হতে বা সোনালী ব্যাংকের রেকর্ডপত্র হতে উপস্থাপন করতে পারেননি। তার এরুপ বক্তব্য সম্পূর্ণ অসত্য। পি.ডব্লিউ ১ হারুন অর রশীদ বলেছেন, আমি সোনালী ব্যাংক রমনা শাখা হতে একাউন্টের টাকা ট্রান্সফার করে সোনালী ব্যাংক গুলশান, নিউ নর্থ শাখায় স্থানান্তর করি। পি.ডব্লিউ ৩ সফিউদ্দিন মিঞা ও পি.ডব্লিউ ৫ হারুনুর রশিদ উভয়েই সোনালী ব্যাংক গুলশান নর্থ শাখা এর কর্মকর্তা হিসাবে সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্যে এই শাখায় ০৯/১০/১৯৯৩ এ এসটিডি হিসাবে নং ৭-এর একাউন্ট ওপেনিং ফরম এবং জিয়া অরফানেজ ট্রাস্ট-এর ডিড অব ট্রাস্টের ফটোকপি, স্বাক্ষরকার্ড দাখিল করেছেন এবং প্রমাণ করেছেন। তাদের সাক্ষ্যে তারা একথা বলেন নাই যে, আমি জিয়া অরফানেজ ট্রাস্টের একাউন্ট খুলি বা এ একাউন্টগুলোর সিগনেচার কার্ডে আমার স্বাক্ষর ছিল বা আমি অপারেট করি। আমার বিরুদ্ধে উপস্থাপিত এইরূপ সাক্ষ্য হতে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে, আমি বিদেশ থেকে রেমিটেন্স আনার বিষয়ে কিংবা সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখায় একাউন্ট খোলার বিষয়ে বা এই একাউন্ট ট্রান্সফার করে সোনালী ব্যাংক, গুলশান নিউ নর্থ শাখায় স্থানান্তরের সঙ্গে মোটেই সম্পৃক্ত ছিলাম না। আমার বিরুদ্ধে কোনো পর্যায়েই একাউন্টটির খোলা অথবা অপারেট করার কোনো সাক্ষ্য নেই। এ জাতীয় সাক্ষ্যের দ্বারা ক্রিমিনাল ব্রিচ অব ট্রাস্টের অথবা ইনট্রাস্টমেন্টের দায়বদ্ধতা আমার উপরে বার্তায় না। আদালতে দাখিলকৃত দুটি অনুসন্ধান রিপোর্টের বরাতে বলা হয়েছে যে, ৫/৯/১৯৯৩ ইংরেজি তারিখে একই দিনে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয় এবং সমভাবে রেমিটেন্সের টাকা উক্ত দুটি ট্রাস্টে বন্টন হয়। এইরূপ কার্যাদি তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী এ,এস,এম মোস্তাফিজুর রহমানের উদ্যোগে এবং নির্দেশে সম্পন্ন হয় যা তথ্যগতভাবে বিজ্ঞ আদালতে প্রতিষ্ঠিত হয়েছে। মামলায় একটিকে বাদ দিয়ে অপরটির বিরুদ্ধে মামলা দায়ের হীন-উদ্দেশ্যে প্রণোদিত। সোনালী ব্যাংকের চেক নং-৮৪৩১১০২ ও চেক নং ৮৪৩১১০৩ ইস্যু করে একই সময়ে বন্টন কাজ সম্পন্ন হয়। আমি চেক দুটির  কোনোটিরই স্বাক্ষরকারী নই। রেমিটেন্স প্রাপ্তির উদ্যোক্তা তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী জনাব এএসএম মোস্তাফিজুর রহমান জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্টের সেটলার হন। ওই ট্রাস্টে প্রদত্ত টাকার জন্য কারও কোনো অভিযোগ নেই। কিন্তু আমার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয় সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য।   : বিএনপি চেয়ারপারসন বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ বানোয়াট ও অপ্রমাণিত। আমি দৃঢ়ভাবে সকল অভিযোগ অস্বীকার করছি। আমি প্রধানমন্ত্রীর পদে আসীন থাকার সময়ে কোনোভাবে বা কোনো মাধ্যমেই আমার পদের অপব্যবহার করিনি। আমার পদের অন্যায় প্রভাব খাটাইনি। আমার পারিবারিক বাসস্থান, ৬ মইনুল রোড, এখানে আমার পরিবারের সকলেই থাকতেন। এটা প্রধানমন্ত্রীর বাসভবন নয়। আমি আমার পদে থাকার সময় আমার অধীনস্থ কারো মাধ্যমে আমার পদের প্রভাব খাটাইনি। আমি কাউকে কোনো অন্যায় আদেশ প্রদান করিনি। আমি আমার পদে আসীন থাকার সময় কারো কোনো অর্থের দ্বারা ব্যক্তিগতভাবে লাভবান হইনি কিংবা কাউকে অর্থনৈতিকভাবে লাভবান করিনি। আমি আমার পদে আসীন থেকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছি এবং কোনো আইনভঙ্গ ও অপরাধ করিনি। আমি সম্পূর্ণ নির্দোষ এবং এ মামলায় বেকসুর খালাস পাওয়ার যোগ্য। : বেগম খালেদা জিয়া বলেন, আমি আমার বক্তব্য শেষ করছি পবিত্র কোরআনের সূরা নিসার ১৩৫ নম্বর আয়াতটির বাংলা তরজমার কথা উল্লেখ করে। “হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাক; আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান কর, তাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্মীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাক্সক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব, তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা-বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বল কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ-কর্ম সম্পর্কেই অবগত। : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জবানবন্দির সময়ে আদালতে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক খান, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট  এজে মোহাম্মাদ আলী, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যরিস্টার মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার আমিনুল ইসলাম, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট সিমকী ইমাম খান, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট  মো. শরীফ উদ্দিন মামুন,  অ্যাডভোকেট  মো. নুরুজ্জামান তপন প্রমুখ উপস্থিত ছিলেন। : অপরদিকে আদালতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মাদ নাসির, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদিন ফারুক, আবুল খাযের ভূইয়া, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক ফজলুল হক মিলন, বিলকিস জাহান শিরিন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটর সদস্য নাজিম উদ্দিন আলম, ব্যারিস্টার সারোয়ার হোসেন, রফিক শিকদার, অধ্যাপক আমিনুল ইসলাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুউদ্দিন দিদার, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। : বেগম খালেদা জিয়ার আদালতে উপ¯ি’িত উপলক্ষে নেতাকর্মীদের ঢল : জিয়া অরফানেজ ট্রাষ্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে আদালতে যাওয়া ও আসার পথে মৎস্য ভবন, হাইকোর্ট, দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চানখাঁরপুল ও আদালত প্রাঙ্গণের আশেপাশের সড়কে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িকে ঘিরে ব্যাপক শোডাউন তৈরি করে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার সকাল ১০টা থেকেই এ সব অবস্থান নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। “খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “খালেদা জিয়া এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে”, “জেল জুলুম হুলিয়া, নিতে হবে তুলিয়া” এ ধরনের অসংখ্য  নেতা কর্মীদের কণ্ঠে শোনা যায়। এ সময়ে কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়েছে অনেক নেতাকর্মী। ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজ্জামেল হক, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিবর, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পদক নূরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ- সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল, যুবদল দক্ষিনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন,  ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, যুগ্ম সম্পাদক সহ-সভাপতি ইকতিয়ার কবির, আবু আতিক আল হাসান মিন্টু, যুগ্ম সম্পাদক মিয়া রাসেল, ওমর ফারুক মুন্না, মেহবুব মাছুম শান্ত, কাজী মোখতার হোসেন, সেলিনা সুলতানা নিশিতা, সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুমন, দফতর সম্পাদক তানভীর আহমেদ খান ইকরাম প্রমুখ নেতৃবৃন্দও শোডাউনে অংশ নেন। : বিএনপি কর্মীদের ওপর পুলিশের হামলা ও গ্রেফতার : রাজধানীর হাইকোর্টের কদম ফোয়ারার সামনে বিএনপি কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসও ভাঙচুর হয়। প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বকশী বাজার বিশেষ আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে তাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী হাইকোর্টের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয় পরে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। গাড়ি বহরে থাকা নেতাকর্মীদের উপর লাঠিচার্জ এবং কাঁদুনে গ্যাস ব্যবহার করে স্বেচ্ছাসেবক দলের সভাপিত শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরীফ হোসেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিন এর সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না। এবং অন্যান্য নেতৃবৃন্দকে মারাত্মকভাবে আহত ও গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হকসহ বেশ কয়েকজনকে আটক করে ডিবি পুলিশ। : :

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here