অপরাধ বিচিত্রা ডেস্ক ঃ
সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক ও বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদ মহাসচিব এস এম মোরশেদ এর পিতা বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ সামসুল হুদা ৩০ অক্টোবর সোমবার ভোরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, চার ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন। মতিঝিলস্থ ফকিরাপুল গাউসেপাক মার্কেট চত্বরে প্রথম নামাজে জানাজা এবং পশ্চিম মেরুল জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ লক্ষীপুর জেলার রায়পুরের রাখালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। নামাজে জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদ, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এবং সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।