অপরাধ বিচিত্রা প্রতিবেদকঃ অপু এখন কী করবেন? এমন প্রশ্ন সর্বত্র। ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান তার স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। অপু সেটি এখনও হাতে না পেলেও সংবাদমাধ্যম এবং বিভিন্ন নিকটজন সূত্রে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এ নিয়ে মানবজমিনের কাছে নিজের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন তিনি। শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠানোর পর থেকেই জোরালো হয়ে দেখা দিয়েছে যে প্রশ্নটি তা হলো- অপু এখন কী করবেন?
এ প্রশ্ন জেগেছে তার অগণিত ভক্ত-দর্শকের মনেও। পত্রিকা অফিসে ফোন করে অনেকেই জানতে চেয়েছেন অপুর এখনকার ভাবনা সম্পর্কে।বিষয়টি প্রসঙ্গে জানতে চেয়ে গতকাল মানবজমিন থেকে অপু বিশ্বাসকে ফোন করা হলে তিনি বলেন, ডিভোর্স লেটারটি হাতে পাওয়ার পর আমি একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করবো। এরপর সব মিডিয়াকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করব। সেখানে সাংবাদিকদের আমি নিজের না বলা কিছু কথা বলতে চাই। এদিকে শাকিব-অপুর বিয়ের কাবিনে দেনমোহর বাবদ ৭ লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলে সর্বত্র আলেচিত হলেও এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, আমাদের বিয়ের কাবিননামায় টাকার অঙ্ক (দেনমোহর বাবদ) উল্লেখ আছে ১ কোটি ৭ লাখ। এটা নিয়ে কেউ যেন বিভ্রান্তকর তথ্য ছড়ানোর চেষ্টা না করে। অপু আরও বলেন, শাকিব এভাবে ডিভোর্স লেটার বাসায় পাঠাবে বলে ধারণা ছিল না আমার। এটা জলঘোলা ছাড়া কিছুই না। আমার সঙ্গে কথা বলে সংবাদ সম্মেলন করে সবাইকে বিষয়টি জানিয়ে দিলেই হতো। এখন সবার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। এটা আসলে অনাকাঙ্ক্ষিত। প্রসঙ্গত, ২০০৮ সালে শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। গত বছরের ২৭শে সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। দুটি ঘটনাই পুরোপুরি গোপন ছিল। বিয়ের পর প্রথম কয়েক বছর বেশ ভালোই ছিলেন তারা। এরপর নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। চলতি বছরের ১০ই এপ্রিল অপু বিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভে এসে শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয়টি ফাঁস করেন। দেশজুড়েই এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর শাকিব ও অপুকে একসঙ্গে দেখা গেছে বেশ কয়েকবার। তবে তাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকেনি। বিভিন্ন বিষয় নিয়ে শুরু হয় দ্বন্দ্ব ও মনোমালিন্য। শাকিব চেয়েছিলেন অভিনয়কে বিদায় জানিয়ে অপু সংসারেই শুধু মনোযোগ দিক। ছেলের দেখাশোনা ও যত্নআত্তির বিষয়টিকে গুরুত্ব দিক। কিন্তু সেটি হয়নি। বেশ কিছু কাজ শাকিবকে না জানিয়েই করেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনের কার্ডে অপুর ছবি থাকলেও শাকিবের ছবি রাখা হয়নি। বিষয়টি নিয়ে মিডিয়ার কাছে ক্ষোভ প্রকাশ করেন শাকিব। এমনকি সেই অনুষ্ঠানেও দেখা যায়নি এ শীর্ষ নায়ককে। কিন্তু সেই অনুষ্ঠানের খরচও তিনি দিয়েছেন বলে দাবি করেন। এরপর সর্বশেষ অপু বিশ্বাস ছেলে জয়কে বাসায় কাজের লোকের কাছে তালাবন্দি রেখে কলকাতায় যান। এ বিষয়টিও মেনে নিতে পারেননি শাকিব। তখন থেকেই ডিভোর্সের বিষয়টি নিয়ে ভাবা শুরু করেন তিনি। এমনকি কদিন আগেই গুঞ্জন ওঠে শাকিব অপু বিশ্বাসকে ডিভোর্স দিচ্ছেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। জানা গেছে, অপু বিশ্বাসকে ডিভোর্সের লেটারে শাকিব দুটি কারণ দেখিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, অপু তাদের সন্তানকে কাজের লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। আর দ্বিতীয় অভিযোগে শাকিব জানিয়েছেন, অপু তার কোনো নির্দেশ মেনে চলেন না, তাই তিনি বিবাহবিচ্ছেদ চান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় ডিভোর্স লেটারটি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে