লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্তির পর আপিলে খালাস পেলেন সাবেক (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা. মোহাম্মদ সালাহ উদ্দিন শরীফ। বুধবার বিকেল ৩ টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
আদালতে আপিলের পর বিচারক ইকাবাল হোসেন তা মঞ্জুর করে সালাহ উদ্দিনকে খালাসের রায় দেন। সালাহ উদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না এ তথ্য নিশ্চিত করেন। খালাস পাওয়ার পর ডা. সালাহ উদ্দিন শরীফ তাৎক্ষণিক তার প্রতিক্রিয়ায় বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্য প্রমাণ হয়েছে, আদালতের রায়ে আমি সন্তুষ্ট। তাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে জানিয়ে মানসিক ও সামজিকভাবে তিনি ও তার পরিবার বিপর্যস্ত হয়েছেন বলে জানান।