অর্থ আত্মসাতের মামলায় গাজীপুরের সাবেক সাব রেজিস্ট্রার ইউসুফ আলীকে বুধবার রাতে বনানী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ছাড়াও জমির কাগজপত্র জালিয়াতিসহ একাধিক অভিযোগ রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য একথা জানিয়েছেন। তিনি বর্তমানে বনানী থানায় আছেন।
ইউসুফ আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভূমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে জমি নিবন্ধন এবং জালিয়াতির মাধ্যমে ১১ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।