অনলাইন ডেস্ক ঃ
অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ১০ উইকেটের জয় পেলো অস্ট্রেলিয়া। ২০১৪ সালের এইদিনে মারা যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের স্মরণে কালো ব্যাজ পড়ে মাঠে নামেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের আনুষ্ঠানিক টুইটার পেজে হিউজের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে।
ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজের পঞ্চম দিনের প্রথম সকালেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্ট। কোনো উইকেট না হারিয়ে ১৭০ রানের লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।
ফিল হিউজের মৃত্যুবার্ষিকীর দিনে অস্ট্রেলিয়া ব্রিসবেনের গ্যাবায় তাদের ২৯ বছরের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণœ রাখল।
ডেভিড ওয়ার্নার ৮৭ ও অভিষিক্ত ক্যামেরন ব্যানক্রফ্ট ৮২ রান করেন।