আইএমপিটি প্যারামেডিকেল কলেজের নবান্ন উতসব সম্পর্কে আলোচনা

0
1035

আমাদের প্রতিষ্ঠান ‘‘ইন্সটিটিউট অব মেডিকেল এন্ড প্যারামেডিকেল টেকনোলজি’’(আইএমপিটি) সিলেট এর উদ্যোগে আজ ২৮নভেম্বর ২০১৭ ইংতারিখে কলেজ ক্যাম্পাসে নবান্ন উতসব সম্পর্কে এক আলোচনা সভার অয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.এইচ.এম মহসিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএমপিটি কলেজের প্রিন্সিপাল/পরিচালক ডা: মো : জহির উদ্দিন আকন্দ, বক্তব্য রাখেন অত্র কলেজের পরিচালক ডা:নিপু আক্তার। আরো মূল্যবান বক্তব্য রাখেন কলেজের প্যাথলজি বিভাগের ইন্সট্রাক্টর হেলাল উদ্দিন, ডেন্টাল বিভাগের ইন্সট্রাক্টর রেজাউল করিম,ফিজিওথ্যারাপী বিভাগের ইন্সট্রাক্টর সাইদুর রহমান ,প্যারামেডিকেল বিভাগের ইন্সট্রাক্টর রাবেয়া বেগম। এছাড়া অত্র কলেজের ছাত্র/ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে কাজী ফখরুল ইসলাম, তানিয়া ইয়াসমিন,ফাহমিদা আক্তার ।

Advertisement

অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিল প্যাথলজি বিভাগের বদরুল ইসলাম,জবরুল ইসলাম, হাছনা বেগম,মনসুর আবদুল্লাহ,কুলসুম আক্তার । ফিজিওথ্যারাপী বিভাগের তানিয়া ইয়াসমিন, সুমি বেগেম, নাজিফা তাসনিম,জয়নাল আবেদীন,মাজেদা বেগম, জেসমিন নাহার ,সোহান আলী । ডেন্টাল বিভাগের ফাহমিদা আক্তার , সুমাইয়া আক্তার,ওয়ালী উদ্দিন, আনহার আলী, আব্দুল হাফিজ,মনিরুল ইসলাম। ফার্মা টেকনোলজির মহসিন শাহ , রহমত উল্লাহ। সার্টিফিকেট ইন প্যারামেডিকেল ও প্যাথলজী বিভাগের ছাত্র/ছাত্রীদের মধ্যে সাদিকুর রহমান , সামসুন নূর ইসলাম ,আফফানুজ্জামান ‍,কয়েছ মিয়া , শামীম আহমদ , নাজমুল হোসাইন, শামীম আহমদ, মেহেনা আক্তার প্রমুখ ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here