অপরাধ বিচিত্রা ডেস্কঃ নববর্ষের প্রথম দিনকে ‘নারকীয় দিনে’ পরিণত করার হুমকি দিয়েছে কথিত ইসলামিক স্টেট (আইএস)। ইউরোপের ক্রিসমাস মার্কেটগুলোতে ‘পায়ে হেঁটে গিয়ে’ হামলা চালানোর হুমকি দিয়েছে তারা। নিরাপত্তা ব্যবস্থা এড়াতে এমন পরিকল্পনা তাদের। সাম্প্রতিক এক প্রচারণামূলক পোস্টারে এমন ইঙ্গিত দিয়েছে আইএস।
নতুন পোস্টারে ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার হুমকি দিয়েছে এই জঙ্গি দল। এতে প্যারিসের আর্ক দ্য ত্রিয়োম্ফে সমবেতদের দেখা যায়। এর সাথে একটি ছুরিও দেখা যায়, যা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পোস্টারের ক্যাপশনে বলা হচ্ছে: আমরা নববর্ষের দিনকে নরক করে তুলবো। এই জঙ্গিদের সমর্থকরা সামাজিক মাধ্যমে তা শেয়ার করছে।
এর আগে সন্ত্রাসী গ্রুপটি পায়ে হেঁটে হামলা চালানোর হুমকি দেয়। ইউরোপজুড়ে ক্রিসমাস মার্কেটগুলোতে বোলার্ড ও গেট স্থাপনের কথা বলার পর তাদের ওই হুমকি।
কথিত আইএসের প্রচারণা দল জার্মানিতে নিরাপত্তা ব্যবস্থার ছবি সম্বলিত একটি পোস্টার প্রকাশ করে; হুমকি দেয়, তুমি মার্কেটের সামনে গাড়ির জন্য প্রতিবন্ধকতা স্থাপন করলেও, পায়ে হেঁটে সেখানে প্রবেশ করা মানুষকে থামাতে পারবে না।
এই হুমকি দেওয়া পোস্টারে মুখোশধারী এক ব্যক্তিকে ব্যাকগ্রাউন্ডে দেখা যায়, যিনি অনেকটা গোপনে অবস্থান করছেন, এবং হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছেন। ডিজিটালি তৈরি হুমকিগুলোর মধ্যে ‘নববর্ষকে নরক’ বানানোরটি সর্বশেষ। এর আগেও ক্রিসমাস ও ২০১৮ সালে ইউরোপের প্রধান শহরগুলো, যুক্তরাষ্ট্রে, রাশিয়ায় রক্ত ঝড়ানোর বার্তা ছিলো। তখন লন্ডন, নিউইয়র্ক ও রোমে হামলা চালানোর হুমকি দিয়ে পোস্টার প্রকাশ করে কথিত আইএস। এছাড়াও রাণী দ্বিতীয় এলিজাবেথ ও পোপ এবং আগামী বছরের ফুটবল বিশ্বকাপেও হামলার হুমকি দিয়েছে জঙ্গি দলটির প্রচারণা প্রধান। গ্রুপটির প্রোপাগান্ডা উইং হলো- ‘দ্য ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন’। তারা হুমকি অব্যাহত রেখেছে। সিরিয়া ও ইরাকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জঙ্গি দলটি। বিশ্বজুড়ে ভীতি ছড়ানোর জন্য লোন-ওল্ফ সমর্থকদের কাজে লাগাচ্ছে তারা। জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কার্টজ বলেন, কথিত আইএসের এমন হুমকি প্রমাণ করে, তারা আরও ব্যাপক হারে লোন-ওল্ফ হামলায় ঝুঁকছে, যেহেতু তারা ইরাক ও সিরিয়ায় ভূমি হারাচ্ছে। “যদিও এই হুমকিগুলোকে সিরিয়াসলি নেওয়া উচিত, এখানে আইএস মিডিয়া গ্রুপের একটা প্রচারণার উপাদানও রয়েছে। ভ্যাটিকানের মতো জায়গা বা ফিফা বিশ্বকাপ-২০১৮ এর মতো আয়োজনের দিকে লক্ষ্য করে হুমকি তাই জানান দেয়।”