গত ৩১ শে অক্টোবর, ২০১৭ ইং তারিখে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর বোর্ড রুমে আইবিসিএফ এর টাস্ক কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল হামিদ মিঞা এর সভাপতিত্বে আইবিসিএফ টাস্ক কমিটির ৩২ তম সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী ব্যাংকিং রেগুলেটরি ইস্যুসমূহ যেমন রিফাইন্যান্স সুবিধা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলামি ক্যাপিটাল বন্ড সুকুক চালু করা, ইসলামি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্যের সর্বোত্তম ব্যবহার, বিজিআইআইবি এর অব্যবহৃত তহবিলকে ইসলামি কলমানি মার্কেটে বিনিয়োগ করার উপর গুরুতপূর্ণ আলোচনা করা হয় ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাস্ক কমিটির কো-চেয়ারম্যান ও এক্রিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মুহাম্মদ হায়দার আলী মিঞা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর এহসানুল আজিজ ও ইউনিয়ন ব্যাংক লিঃ এর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এবং উপব্যবস্থাপনা পরিচালক আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর মোঃ ফজলুল করিম ও শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ এর মোঃ শাহজাহান সিরাজ ।