আওয়ামীলীগের হাত থেকে বিএনপির হাতে চাঁদাবাজি

0
134

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হয়। এই পতনের পর দিন থেকে বিএনপি দেশের বিভিন্ন স্থানে বাস ও লঞ্চ টার্মিনাল, বালুমহাল ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করছে বলে বিস্তর অভিযোগ রয়েছে। দলটির অনেক নেতা প্রকাশ্যে ঘোষনা দিচ্ছে এবার নির্বাচন দিলেই তারা ক্ষমতায় আসবে। সম্প্রতি জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় রেড ক্রিসেন্ট এর জমিও দখলে নিয়েছে বিএনপি নেতারা। দখলে নিয়ে দোকান নির্মান করছে। বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকায় মানুষের জমি, দখলে মরিয়া হয়ে গেছে বিএনপির নেতা-কর্মীরা। পাড়ায়-মহল্লায় বিএনপির নেতারা সভা করে করা বাস টার্মিনাল থেকে চাঁদা তুলবে কারা টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা তুলবে কারা সেই বন্দোবস্ত করছে। অবস্থা দেখে অনেকে বলছেন গত পনের বছরে দলটি আয় রোজগার থেকে বঞ্চিত ছিল। তাই ক্ষমতায় যওয়ার স্বপ্ন নিয়ে তারা চাঁদাবাজি ও দখলবাজিতে মরিয়া হয়ে গেছে। রাজনীতিকগণ বলছেন বিএনপি নামক দলটি গত ১৫ বছর সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে রাজনৈতিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে।

Advertisement

ছাত্র-জনতার আন্দোলনে অসংখ্য মানুষের জীবনের বিনিয়ে আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএনপি নিজেদের সুবিধা নিয়ে যেভাবে তান্ডব করছে তাতে দলটির প্রতি দেশের মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। ফ্যাাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর পরই বিএনপি ঢাকার পুরাণা পল্টন র্কাালয়ের সামনে জড়ো হয়ে হাজার হাজার নেতা কর্মী ম্লোগান দিয়েছে।

অথচ ছাত্রদের আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ সহ যারা জীবন দিয়েছে তাদের ত্যাগ নিয়ে একটি বাক্যও বিএনপির নেতা কর্মীদের মুখে উচ্চারিত হয় নাই এবং তদের প্রতি নুন্যতম সমবেদনা দেখাতে পারে নাই।

আবু সাইদ ও মুগ্ধদের জীবন দেওয়ার দৃশ্য তাদের শোকাহত পরিবার ও জাতীর হৃদয় থেকে কখনোই মুছে যাবে না। তবে বিএনপির নেতা কর্মীদের হৃদয়ে আবু সাইদদের ত্যাগ স্থান পায় নাই যা ভাবতে আমাদের লজ্জা করে।

আবার শোনা যাচ্ছে ক্ষমতায় আসার জন্য বিএনপি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বতিকালীন সরকারকে চাপ দিবে। দেশের মানুষের ভাগ্যে কী আছে তা সময়েই বোঝা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here