আগামি সংসদ নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে- ভোলায় বাণিজ্যমন্ত্রী

0
533

ভোলা প্রতিনিধি॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে অর্থাৎ ৯০ দিনের মধ্যে যে কোন দিন। এ নির্বাচন হবে সংবিধান অনুসারে। সে কারণে বিএনপির সাথে সংলাপের কোনো সম্ভাবনাও নেই। আমার বিশ্বাস ওই নির্বাচনে বিএনপি আসবে। আসা ছাড়া তাদের অন্য কোনো বিকল্প কিছু নেই। না আসলে তারা চরম আবারো ভুল করবে।
১১নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট ও ভোলা টু শ্রীপুর নৌপথের খনন ড্রেজিং কাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, সংলাপের কথা শুনলেই আমাদের ভয় লাগে। সংলাপের কথা বলে বিএনপি-জামায়াত দেশে আবার কোন সমস্যা সৃষ্টি করে।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এম মোজাম্মেল হক। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। জেলা পুলিশ সুপার মোকতার হোসেনসহ প্রমূখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here