স্টাফ রিপোর্টার ঃ দিবাকালীন আন্তঃনগর ট্রেনের দাবিতে আন্দোলন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের উদ্যোগে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় প্রেসক্লাব চত্ত্বরে এক সভা অনুষ্ঠিত হবে। সভায় কমিটির সকল সদস্য, উপদেষ্ট, শুভাকাঙ্খীসহ ট্রেনে চলাচলকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক রংপুর অফিস প্রধান ওয়াদুদ আলী।