আপনি হয়তো হার্ট অ্যাটাকের স্পষ্ট লক্ষণগুলো সম্পর্কে ইতিমধ্যেই জানেন। যেমন বুকের বাম পাশে তীব্র ব্যথা বা অস্বস্তি। কিন্তু এমন হার্ট অ্যাটাকও আছে যার কোনো লক্ষণ নেই বা অস্পষ্ট কিছু লক্ষণ আছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয়, সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন
(এসএমআই) বা সাইলেন্ট হার্ট অ্যাটাক। হৃদপিণ্ডে রক্তের সরবরাহ কমে গেলে এই ধরনের সমস্যা হয়। আর বড় ধরনের হার্ট অ্যাটাক ঘটে যায় হঠাৎ করেই। লোকে সাধারণত হার্ট অ্যাটাকের বড় লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকেন কিন্তু হালকা লক্ষণগুলো তারা টের পান না। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ৪৫% ক্ষেত্রেই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো অতটা স্পষ্ট হয় না। ফলে রোগীরা টের পাওয়ার আগেই চুড়ান্ত হার্ট অ্যাটাক ঘটে যায়।
আসুন জেনে নেওয়া হার্ট অ্যাটাকের নীরব লক্ষণগুলো:
১. বুকের মাঝখানে অস্বস্তি। যা বেশ কয়েকমিনিট স্থায়ী হতে পারে।
এবং বারবার ঘটতে পারে। নিষ্পেষণের অনুভূতি, ব্যথা বা অস্বস্তিদায়ক চাপও অনুভূত হতে পারে।
২. বুকে অস্বস্তির সময় বা আগে শ্বাসকষ্ট বা নিঃশ্বাসের দুর্বলতা হওয়া।
৩. দেহের ওপরের অংশে অস্বস্তিও নীরব হার্টঅ্যাটাকের একটি লক্ষণ। পিঠে, ঘাড়ে, বাহুতে, চোয়ালে এবং পেটে কোনো ধরনের অস্বস্তির অনুভূতিও নীরব হার্ট অ্যাটাকের লক্ষণ।
৪. মাথা ফাঁকা হওয়ার অনুভূতি, বমিভাব বা ঠাণ্ডা-ঘাম।
৫. অস্বাভাবিক রকমের বমি, বদহজম বা খাদ্য পরিপাকতন্ত্রের অন্য কোনো ধরনের অসুখ ইত্যাদিও নীরব হার্ট অ্যাটাকের লক্ষণ।