আফগানিস্থানে মোটরসাকেল আরোহীর হামলা

10
869

অপরাধ বিচিত্রা : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এক মোটরসাইকেল আরোহীর আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার (০৩ ডিসেম্বর) একটি রাজনৈতিক র‌্যালির অংশগ্রহণকারীদের ওপর এক আত্মঘাতী তার মোটরসাইকেলটি তুলে দেন। এতে ছয়জন নিহত হন। এছাড়া আরো ১৩ জন আহত হন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আফগান পুলিশের বরাত দিয়ে এএফপি এ খবর দিয়েছে।

Advertisement

 

নানগারহার প্রদেশের পুলিশের এক মুখপাত্র হযরত হু্সেইন মাশরিকুয়াল বলেন, প্রেসিডেন্ট আশরাফ ঘানির সমর্থনে যখন সবাই একটি স্টেডিয়ামের কাছে জড়ো হয়ে র‌্যালি করছিলেন তখন আত্মঘাতী হামলাকারী তার মোটরসাইকেলটি র‌্যালির ওপর তুলে দেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। এছাড়া এ ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। হতাহতদের সবাই সাধারণ নাগরিক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here