অপরাধ বিচিত্রাঃ বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ না করে ভোগ বিলাসে গা ভাসিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল পৌনে ১১ টার দিকে গণভবন থেকে ভিডিও
কনফারেন্সের মাধ্যমে কয়েকটি বিদ্যুত কেন্দ্রের উদ্বোধনকালে এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে দিয়েছিল ১৬’শ আর আমরা দিয়েছিল ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুত। দেশের ৮৩ ভাগ মানুষ এখন বিদ্যুত পাচ্ছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত যাবে।