বিশুদবধতম মতানুসারে আল্লাহ শব্দটি সৃষ্টিকর্তার ইসমে যাত বা সত্তাবাচক নাম পরিভাষাগতভাবে “আল্লাহ” ঐ চিরন্তন স্বত্তার নাম, যার অস্তিত্ব অবশ্যম্ভাবী, যিনি সমস্ত গুনাবলির অধিকারী।
আল্লাহ তায়ালার উপর ঈমান বলতে আল্লাহর যাত বা স্বত্তা ও তার সিফাত বা গুনাবলীর প্রতি বিশ্বাস করা বা মেনে নেয়াকে বুঝায়।
আল্লাহর সত্তাবাচক নাম ব্যতীত নিরানব্বইটি গুনবাচক নামও রয়েছে।