আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘সুপারভাইজরি রিভিউ প্রসেস (এসআরপি) অব ব্যাসেল-৩’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) ৩০ অক্টোবর, ২০১৭ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম এবং এস. এম. জাফর। অনুষ্ঠানে ট্রেইনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক আ. ন. ম. মঈনুল কবির বিশেষ বক্তা হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন। এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে ব্যাংকের ৪০জন নির্বাহী অংশগ্রহণ করেন।