নো্মান মাহমুদঃ আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া আদর্শগ্রামে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ও পূর্ব শক্রুতার জের ধরে গত কয়েকদিন আগে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন আউকপাড়া গ্রামের সিরাজ, তার স্ত্রী বিথী বেগম। মানববন্ধন থেকে তাদের এলাকার চিন্হিত মাদক ব্যাবসায়ী বলে দাবী করে এলাকাবাসী।
মানববন্ধনে এলাকাবাসী অবিলম্বে ইউপি সদস্যের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহারের দাবি জানায়। অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে এলাকাবাসীর পক্ষ থেকে কঠোর আন্দোলনে নামা হবে বলেও ঘোষণা দেয়া হয়।