নোমান মাহমুদঃ সাভারের আশুলিয়ায় জান্নাতী হোটেল নামে এক খাবারের রেষ্টুরেন্টের মালিকের বিরূদ্ধে রেষ্টুরেন্টে কর্মরত এক নারী বাবুর্চিকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত রবিবার বিকালে আশুলিয়া থানা পুলিশ জিরাবো পুকুরপার এলাকা থেকে অভিযুক্ত রেষ্টুরেন্ট মালিক নাজির হোসেন (৩৫) কে গ্রেফতার করে। ভুক্তভোগী ঐ নারী বাবুর্চী জানান, গত ৩১/১০/২০১৭ ইং সারাদিনের কাজ শেষে রাতে রেষ্টুরেন্টের অন্যান্য শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হলেও ঐ নারী বাবুর্চিকে রান্নার কাজে ব্যাস্ত রাখে রেষ্টুরেন্ট মালিক নাজির হোসেন। এক পর্যায়ে সবাই চলে গেলে দোকানের শাটার নামিয়ে ঐ নারীকে হত্যার ভয়ভীতি দেখিয়ে নাজির হোসেন তাকে রাতভর ধর্ষন করে। পরবর্তীতে ঐ নারী বিষয়টি তার স্বামীকে জানালে তারা স্থানীয় একটি শ্রমিক সংগঠনের সহায়তা নিয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিরাবো পুকুরপার এলাকা থেকে অভিযুক্ত রেষ্টুরেন্ট মালিককে আটক করে। অভিযুক্ত নাজির হোসেন লালমনিরহাট জেলার, আদিতমারি থানার মাষ্টারপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।