আসন্ন রংপুর সিটি কর্পোরেশনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তুষার কান্তি মন্ডলের গণসংযোগ ও নৌকার প্রতীক লিফলেট বিতরণ

0
535

গত ০৮/০৯/২০১৭ইং তারিখে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তুষার কান্তি মন্ডল ৭নং ওয়ার্ডের চওড়ার হাটে স্থানীয় লোকের সঙ্গে মত বিনিময় করেন এবং নৌকার প্রতীক লিফলেট বিতরণ করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মাষ্টার, সভায় তুষার কান্তি মন্ডল বলেন রংপুর সিটি কর্পোরেশন আরো উন্নয়ন করতে হলে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান সেই সঙ্গে তিনি আওয়ামীলীগের মনোনীত ওয়ার্ড কাউন্সিলরদের ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন রংপুর বিভাগ হয়েছে বিধায় রংপুরের উন্নয়ন হচ্ছে। বিভাগকে কেন্দ্র করে বিভাগীয় সুযোগ সুবিধা গুলি রংপুুরের মানুষ পেতে শুরু করেছে। সভায় আর বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর বাবু হারাধন চন্দ্র রায়, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল গণি দুলাল, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here