চলচ্ছিত্র প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে ঢালিউডের আলোচিত সিনেমা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ বাণিজ্যিকভাবে মুক্তির পাশাপাশি অংশ নিয়েছে গুরুত্বপূর্ণ কিছু উতসবে। সে ধারাবাহিকতায় যুক্ত হলো ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ফারুকী । ভারতের কেরালায় এ উতসব ৮ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর।
‘ডুব’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। আরো আছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র। প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।
‘ডুব’ ইতোমধ্যে চীন, রাশিয়া, মিশর’সহ বেশ কিছু দেশের উতসবে প্রদর্শিত হয়েছে। সমালোচকদের প্রশংসার পাশাপাশি জিতে নিয়েছে কিছু পুরস্কারও। আর সিনেমাটি দেশে-বিদেশে মুক্তি পায় ২৭ অক্টোবর।