অপরাধ বিচিত্রা ডেস্কঃ বিশ্বব্যাপি যেন অস্ত্র প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে কার অস্ত্র কত বেশী শক্তিশালী তা নিয়ে চলছে প্রতিযোগিতা। তেমনি এক ইউরোপকে ইরান হুমকি বলে মনে করে না। তবে যদি ইউরোপ তেহরানের জন্য হুমকি হয়ে ওঠে তাহলে এর প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে পারবে ইরান। ইরানের সে সক্ষমতা আছে বলে জানান ইরানের রেভ্যুলেশনারি গার্ডের উপপ্রধান। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ফ্রান্স সমালোচনা করে। তার এ বক্তব্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ফ্রান্সের বর্তমান সমালোচনার প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার ইরানের ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত এক সাক্ষাতকারে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন সালামি বলেন, প্রযুক্তি নয়, কৌশলগত কারণেই ইরান তার ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের বেশি করছে না। এ প্রসঙ্গেই ফারসকে দেওয়া সাক্ষাতকারে সালামি বলেন, ইউরোপকে এখনো আমরা হুমকি মনে করছি না। কিন্তু যদি তারা হুমকি হতে চায়, তাহলে আমরাও আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াব। গত মাসে রেভ্যুলেশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল আলি জাফারি বলেছিলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লা কত হবে, তা ঠিক করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেহরানের কাছে যে পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, তা দিয়ে মধ্যপ্রাচ্যে ‘আমেরিকার স্বার্থ ও শক্তির’ মোকাবিলা করা যাবে; এ কারণে আপাতত পাল্লা বাড়ানোর প্রয়োজনীয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি।