ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে কক্সবাজার জেলার সকল তফসিলি ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ২১ অক্টোবর ২০১৭ স্থানীয় একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর ডেপুটি হেড মিজানুর রহমান জোদ্দার। বাংলাদেশ ব্যাংক এর উপ-মহাব্যবস্থাপক মো. শওকাতুল আলমের সভাপতিতে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্যামেলকো এএএম হাবীবুর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাহবুব আলম ও একেএম নুরন্নবী প্রমুখ।