ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান আরাস্তু খান ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়াকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি ও রোবট সোফিয়ার নির্মাতা হ্যানসন রোবটিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেভিড হ্যানসন উপস্থিত ছিলেন। রোবট সোফিয়াকে বাংলাদেশে প্রদর্শনের জন্য স্পন্সর করে ইসলামী ব্যাংক।