ইয়াবা সহ যুবলীগ নেতা সাজু গ্রেফতার

0
925

অপরাধ বিচিত্রা চট্রগ্রাম বিভাগের রাঙ্গুনিয়া পৌরসভায় অভিযান চালিয়ে ইয়াবাসহ যুবলীগ নেতা সাজু সিকদারকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদ্দৌলা রেজা। তিনি জানান, সাজু সিকদার রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা দুলাল সিকদারের ছেলে। যুবলীগ নেতার আড়ালে দীর্ঘদিন ধরে সে ইয়াবা বিক্রি করে আসছিল।  শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ইয়াবা বিক্রির খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকার একটি ইয়াবা বিক্রির আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদ্দৌলা রেজা আরও জানান, ইয়াবা বিক্রি ছাড়াও সাজু সিকদারের বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি, অস্ত্র ও ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে। ১৫ বছর আগের একটি ডাকাতি মামলায় তার সাজা হয়েছিল। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া বলেন, সাজুর বিরুদ্ধে অনেক অভিযোগ। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযানে আমরা তাদের সহযোগিতা করেছি। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তারের পর ইয়াবা উদ্ধার নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে তোলা হবে বলে জানান ওসি ইমতিয়াজ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here