স্পোর্টস রিপোর্টার : চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল)। ঢাকা দ্বিতীয় পর্বের প্রথম দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্সের উইকেটের আচরণের কারণে এখন সমালোচনার মুখে পড়তে হচ্ছে
Advertisement
বিপিএল গভর্নিং কাউন্সিলকে। রংপুরের দলপতি মাশরাফির মন্তব্য ছিল চট্টগ্রামে খেলে আসার পর ঢাকায় এমন উইকেট পাওয়া খুবই হতাশাজনক। আর কুমিল্লা দলপতি তামিম ম্যাচ জিতলেও সন্তুষ্ট ছিলেন না উইকেটের আচরণ নিয়ে।
এরপরের দিন সকালের ম্যাচেও সিলেটের বিপক্ষে মাত্র ৬৭ রানে গুটিয়ে গিয়েছে ভাইকিংসরা। আর টি-টুয়েন্টিতে ঢাকা পর্বে এমন রানখরা দেখে হতাশ দর্শকরাও। কিন্তু মাশরাফি ও তামিমের কথার সাথে এক মত পোষণ করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। গত দুই দিনে উইকেটের আচরণ দেখে তিনি সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন, সেখানে তিনি শিকার করেন যে, ‘উইকেটটা বলতে পারেন টি-টোয়েন্টির জন্য গ্রহনযোগ্য নয়। এই উইকেটেই টেস্ট এবং ওয়ানডেও হয়। আর উইকেট তো বানানো হয় জাতীয় দলের কথা চিন্তা করে। জাতিয় দলের সুবিধার্থেই উইকেট বানানো মূলত।’
পাশাপাশি তিনি জানান যে, চাইলেই রাতারাতি উইকেট বদলানো সম্ভব নয়। তিন থেকে চার মাস সময় লাগে উইকেটে পরিবর্তন আনতে, ‘রাতারাতি তো আর উইকেট বদলানো যায়না, ‘একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনার ব্যাপার আছে। তিন থেকে চার মাস সময় থাকে উইকেট পুরোপুরি ভাবে বদলাতে। কিউরেটরই আমাদের এমনটা জানিয়েছেন। যোগ্য উইকেট তৈরি করতে এতো সল্প সময়ে হয়না।’
Advertisement