উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরের শোলকে কালি ও সিঁতলা মন্দিরের জমি জোরপূর্বক দখলকে কেন্দ্র করে ভূমিদস্যু সন্ত্রাসী হামলায় আহত ২। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। থানায় ৫জনকে আসামী করে অভিযোগ দায়ের। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক কালি ও সিঁতলা মন্দিরের জমিতে গত শুক্রবার সকাল ৮টায় শোলক গ্রামের মৃত রায়মোহন দাসের ছেলে ভূমিদস্যু খিতিশ দাস, সম্ভু দাস, মৃত ললিত দাসের ছেলে শংকর দাস, বিপেন বিহারী দাসের ছেলে সাবেক প্রধান শিক্ষক নিমাই দাস, রাজেন্দ্র চন্দ্র দাসের ছেলে তপন দাস মিলে গাছের চারা রোপন করে জোরপূর্বক মন্দিরের জমি দখল করার চেষ্টা করে। এতে একই গ্রামের দিনমজুর লক্ষন দাস(৫০) ও তার স্ত্রী স্বরসতি দাস(৪০) বাধা দিলে তাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত স্বামী ও স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকে প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়। আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় লক্ষন দাস বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উলে¬খ্য সন্ত্রাসী ৫ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। এলাকার একাধীক ব্যক্তি জানিয়েছেন ঐ ভুমিদস্যু সন্ত্রাসীদের অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। আরও জানা যায় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। এমনকি সাবেক প্রধান শিক্ষক নিমাই দাস শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৮ সালে দুর্নীতির কারনে চাকরিচুত্য হয়। ঐ প্রভাবশালী ভূমিদস্যু সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে দিনমজুরের পরিবার ও এলাকাবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।