উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বামরাইল এ.বি মাধ্যমিক বিদ্যালয়ের অপহৃত নবম শ্রেণির মেধাবী ছাত্র আসাদুর রহমান সৈকতকে অচিরেই উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ক্ষুব্দ শিক্ষার্থীদের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল স্কুলের সামনে প্রধান সড়কে এ.বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফের নেতৃত্বে শত,শত শিক্ষার্থী ও এলাকাবাসী দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে মানবন্ধন করেছে। মানববন্ধনে শিক্ষার্থীসহ ৫ শতাধিক লোকের সমাগম হয়। উলে¬খ্য উজিরপুর উপজেলার সীমান্তবর্তী গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের আজিজুর রহমান চুন্নুর ছেলে আসাদুর রহমান সৈকত ১১ অক্টোবর সকালে প্রতিদিনের ন্যয় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ঘর থেকে বের হলে অপহরণের স্বীকার হয়। এ ঘটনায় অপহৃত ছাত্র’র মাতা রুমা বেগম ১৫ অক্টোবর বাদী হয়ে গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ ঘটনা দের মাস অতিবাহিত হলেও প্রশাসন অপহৃত ছাত্রকে উদ্ধার করতে পারেনী এতে ক্ষুব্দ শিক্ষার্থীরা এ মানবন্ধন করেছে। এসময় শিক্ষার্থীরা বলেন অচিরেই মেধাবী ছাত্র সৈকতকে উদ্ধার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসুচির দেয়া হয়। মানবন্ধন শেষে ছাত্র’র মাতা রুমা বেগম কান্নায় ভেঙ্গে পরে সংবাদকর্মীদের বলেন প্রশাসনের কাছে একটিই দাবী আমার ছেলেকে উদ্ধার করে আমার কোলে ফিরিয়ে দেয়া হোক এবং অপহরনকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দেয়া হোক। আরও বলেন আর কোন মায়ের সন্তান এভাবে অপহরণ না হয়।