উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ব্যপক আয়াজনে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বদিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুন্নাহার বেগম, উজিরপুর প্রেসক্লাবের কোষাধক্ষ্য শাকিল মাহমুদ আউয়াল, প্রশিক্ষক দেলোয়ার হোসাইন, প্রগ্রাম অফিসার নাসির উদ্দিন শাহ, প্রশাসনিক কর্মকর্তা মিঠু মধু, সিনিয়র হিসাব রক্ষক অম্ভারিশ হালদার, ফটো সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ। এসময় বক্তারা বিভিন্ন উন্নয়ন মূলক আলোচনা করেন এবং সকল প্রতিবন্ধীরা আইনটি দ্রুত বাস্তবায়নের দাবী জানান।