উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরের জয়শ্রী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হামলায় স্বামী, স্ত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে এস,এ ৩১৯ নং খতিয়ানের ওয়ারিশ সাহেব আলী সরদার। ওই এলাকার ভুমিদস্যু নুরুজ্জামান মল্লিক ভোর ৪টায় সময় সাহেব আলীর জমিতে ধান লাগাতে গেলে খবর পেয়ে সাহেব আলী ও তার স্ত্রী রাজিয়া বেগম জমির কাছে আসলে ভুমিদস্যু নুরজ্জামান, রিয়াজ হাওলাদার, সিদ্দিক মোল্লা, টিটু মোল্লা হামলা চালায়। হামলায় স্বামী স্ত্রী গুরুত্বর আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি তবে প্রস্তুতি চলছে।