উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মারধরের ঘটনার মামলার আসামীরা সাক্ষীকে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সাক্ষী উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন। আহত সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে মামলার সাক্ষী নয়ন হাওলাদার(২০) গতকাল ২৫সেপ্টেম্বর সোমবার বেলা ১ টায় জয়শ্রী বাসস্টান্ডের উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে বরতা গ্রামের সন্যামত বাড়ীর সামনে পৌছলে ওৎ পেতে থাকা মামলার অসামী একই এলাকার খলিল খানের ছেলে খায়রুল খাঁন, জলিল খানের ছেলে ইউসুফ খাঁন, মোশারফ খানের ছেলে লিমন খাঁন, সহিদ খানের ছেলে সোহাগ খাঁন মিলে নয়নকে ঘিড়ে ফেলে এসময় ইউসুফ খান হত্যার উদ্দেশ্য করে তার মাথার উপর লক্ষ করে রামদা দিয়ে কোঁপ দেয়। এসময় নয়ন হাত দিয়ে ফিরাতে গেলে তার দুই আঙ্গুলে কোঁপ লেগে রক্তাক্ত যখম হয়। আহতের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাকে মারধর করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উলে¬খ্য ১৩ আগষ্ট সকালে জয়শ্রী বাসস্টান্ডে প্রকাশ্যে বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত আবুল হাশেম খাঁনের ছেলে ব্যবসায়ী মিলন খানের উপর শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের বিএনপি জামায়াত নেতা সন্ত্রাসী খায়রুল খাঁন, সোহাগ খাঁন, লিমন খান, সহিদ খাঁন, মাহমুদ খাঁন মিলে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় মিলন খাঁন বাদী হয়ে ঐ সন্ত্রাসীদের বিরুদ্ধে ১৪ আগষ্ট উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন,মামলা নং-১৪। মামলার আসামীরা জামিনে এসে মিলন খাঁনের কাছে চাঁদা দাবী করে এবং প্রাননাশের হুমকী দেয়ায় তাদের বিরুদ্ধে গত ২৮ আগষ্ট থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেন,জিডি নং-১১৭৬। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধীক ব্যক্তি জানিয়েছে উলে¬খ্য অসামীরা মাদক থেকে শুরু করে এলাকায় বিভিন্ন কূকর্মের সাথে জড়িত। ঐ সন্ত্রাসীদের আতঙ্কে বাদীর পরিবার ও এলাকাবাসী। সন্ত্রাসীদের তান্ডব থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভূক্তভোগী পরিবার।