উজিরপুর-সাতলা সড়কে বাস খাদে পড়ে আহত ২০

0
804

উজিরপুর প্রতিনিধি ঃ ধামুরা-সাতলা সড়কে বাস খাদে পড়ে ২০ জন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকালে ধামুরা-ওটরা সড়কের গজেন্দ্র নামক স্থানে বরিশাল গামী লোকাল বাস খাদে পড়ে গেলে শিশুসহ ২০জন আহত হয়। আহতদেরকে ভারী বর্ষণের ফলে স্থানীয় চিকিৎসের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কোন নিহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, ধামুরা থেকে ওটরা চেরাগ আলী মার্কেট পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ৩/৪ বছর খানা খন্দে ভরে গেছে। কিছুদিন পর্যন্ত রাস্তার দুই পার্শ্বের বনবিভাগের গাছ কর্তনের ফলে যোগাযোগের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। মাঝে মধ্যে বাস মালিক সমিতি ইট খোয়া ফেলে খানা খন্দ কিছুটা সমান করে বাস চলাচলের ব্যবস্থা টিকিয়ে রাখলেও প্রায়ই বাস-ট্রাকসহ বিভিন্ন ভারী যান দুর্ঘটনা কবলিত হচ্ছে। এলাকাবাসীর দাবী অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে উজিরপুর-সাতলা সড়কে গাড়ী চলাচলের উপযোগী করা হোক। স্থানীয় কবির হোসেন জানান, বাসটি সকাল ১০টার দিকে বরিশাল থেকে সাতলার উদ্দেশ্যে এসে গজেন্দ্র নামক স্থানে প্রচন্ড বৃষ্টির মধ্যে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২০ জন আহত হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here