জেমস এ. কে. হামিমঃ
রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের পদটি দীর্ঘ ৩ বছর যাবত অবৈধ ভাবে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি জামায়াত আমলে ডেপ সমর্থিত চিকিৎসক ডা.শাহজাহান বিশ্বাস প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ছিলেন । পরে সেখান থেকে অবসর প্রাপ্ত হয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক পদে যোগ দেন। বিএমএসআরআই এর সার্ভিস রুলস অনুযায়ী যে পদের বয়সের সময় সীমা ৬০ বছর। কিন্তু সার্ভিস রুলে ৩৪ নং সেকশন মোতাবেক অবসরের পরেও আবেদনের মাধ্যমে আরো পাঁচ বছর চাকুরীতে বহাল থাকা সম্ভব কিন্তু বতর্মানে ডা.শাহজাহান বিশ্বাস ৬৮ বছর বয়সী হয়েও ম্যানেজমেন্ট এর দোহাই দিয়ে রীতিমত এই পদে বহাল রয়েছেন বলে জানা গেছে। যা সার্ভিস রুলস অনুসারে তার এই পদে আর বহাল থাকার কথা না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ডাক্তার ও স্টাফরা অভিযোগ করে বলেন, ডা.শাহজাহান বিশ্বাস জোর পূবক এই পদটি ধরে রেখেছেন। তিনি কর্তৃপক্ষের মধ্যে বড় মাপের প্রভাবশালী দুজন ব্যক্তিকে টাকা দিয়ে হাত করে এই পদে বহাল রয়েছেন। তাছাড়া এ পদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি না দিতেও প্রভাবিত করে আসছেন তিনি। যার কারনে অন্য কোন লোক এই পদে জন্য আবেদন করছেন না। কর্তৃপক্ষ জানান‘ এ পদের জন্য যোগ্য কাউকে খুজেঁ পাচ্ছেন না তারা। ফলে এ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। বর্তমানে মেডিকেলের চাকুরির পাসাপাশি জামায়াত শিবিরের মুখোশ পরে মিটিং মিছিল মদদ দিয়ে যাচ্ছেন।এ অভিযোগ এ ভিত্তিতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের এই পরিচালক সাপ্তাহিক অপরাধ বিচিত্রাকে জানান, আমি সরকারি চাকুরি করিনা। অবসরের পরও পরিচালক পদে থাকা যায়।