রাজধানীর উত্তরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে গার্মেন্ট কর্মকর্তাসহ দু’জনকে মারধর করে ৪০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। পরে কুড়িল বিশ্বরোডে ওই দু’জনকে ফেলে যায় দুর্বৃত্তরা। গতকাল বেলা ২ টার দিকে উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে ঘটনাটি
ঘটে। টোকিও মুড নামে ওই গার্মেন্টের বাণিজ্যিক কর্মকর্তা রাসেল হাওলাদার জানান, টোকিও মুডের প্রধান কার্যালয় উত্তরার এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কে। কর্মচারীদের বেতনের টাকা উত্তোলনের জন্য উত্তরার প্রধান কার্যালয় থেকে মাইক্রোবাসে করে পাশের ১৩ নম্বর সড়কে ঢাকা ব্যাংকের শাখায় যান টোকিও মুডের হিসাবরক্ষক সাঈদ মাহমুদ আল ফিরোজ। সেখান থেকে ৪০ লাখ টাকা তুলে তিনি ও চালক রবি একই মাইক্রোবাসে করে কার্যালয়ে ফিরছিলেন। ১২ নম্বর সড়কে উত্তরা ক্লাবের সামনে যানজটে আটকা পড়েন তারা। ঠিক তখনই ঘটনাটি ঘটে। এ সময় চার ব্যক্তি গাড়ির সামনে গিয়ে নিজেদের ডিবি পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল আছে জানিয়ে তল্লাশির কথা বলে। তাদের সঙ্গে ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও কোমরে রিভলবার ছিলো। গাড়ির দরজা না খুললে গাড়িতে থাকা হিসাবরক্ষণ কর্মকর্তা সাঈদ মাহমুদকে ডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলে দুর্বৃত্তদের একজন। ওই সময়ে মাইক্রোবাসের কাচের ফাঁক দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে চার জন। পরে আরও একজনসহ পাঁচজন। গাড়িতে ঢুকেই সাঈদ ও চালক রবিকে হাতকড়া পরায়। তাদের কাছ থেকে ৪০ লাখ টাকা, মোবাইলফোন, মাইক্রোবাসের কাগজপত্র কেড়ে নেয়। চোখ বেঁধে রাখে। এ সময় তাদের মারধর করা হয়। দুর্বত্তরা মাইক্রোবাসটি কুড়িল বিশ্বরোডে নিয়ে যায়। কুড়িল বিশ্বরোডে নিয়ে সাঈদ ও রবিকে ফেলে দিয়ে আরেকটি গাড়িতে করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সূত্রমতে, টাকা উত্তোলনের সময় দুর্বৃত্তদের একজন ব্যাংক এলাকায় উপস্থিত ছিলো। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। জড়িতদের গ্রেপ্তার করতে তৎপরতা চলছে।