উজিরপুর প্রতিনিধি : একটি মা ইলিশ থেকে লক্ষ লক্ষ ইলিশ জন্ম হয় এ থেকে কোটি টাকা আয় করা সম্ভব। মা ইলিশ নিধনকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদ ও বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চথলববাড়ীতে প্রতি জেলে পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ কালে একথা বলেন এ্যাড: তালুকদার মোঃ ইউনুস এমপি। এছাড়া শিকারপুর ইউনিয়নের ৫ নং ওয়াডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বজ্রপাত নিরোধক তালগাছের বীজ রোপন করেন। উজিরপুরে মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের পরিবারের মাঝে সরকারী বিশেষ ভিজিএফ চাল বিতরণের উদ্ভোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড: তালুকদার মোঃ ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদুর রহমান, যুগ্ম সম্পাদক ও বড়াকোঠা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, বড়াকোঠা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, শিকারপুর ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, শিকারপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক নজরুল ইসলাম মাঝি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধান অতিথি আরো বলেন প্রতিটি বাড়ীর আঙিনায় অফিস আদালতের পাশে রাস্তার পাশে বজ্রপাত নিরোধক তালগাছ রোপন করতে হবে। মা ইলিশ নিধন কারীদের প্রশাসনের হাতে ধরিয়ে দিন। এ বছর ইলিশের দাম কম হওয়ায় গরিব, মধ্যবিত্তরাও প্রচুর পরিমানে ইলিশ কিনতে পারছে।