একুশের গানের রচয়িতা সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ

0
907

যুক্তরাজ্য প্রবাসী ৮৩ বছর বয়সী এই লেখক গত ১৯ দিন ধরে মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার মেয়ে বিনীতা জানিয়েছেন। ডায়াবেটিস ছাড়াও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন গাফফার চৌধুরী। হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে তিনি কথা বলতে পারছেন না খুব একটা।
তার মেয়ে বিনীতা রবিবার হাসপাতালে বাবা গাফফার চৌধুরীরর রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তার মেয়ে জানান, সংজ্ঞা হারানোয় রবিবার একবার এমআরআই করা হয়েছে গাফফার চৌধুরীর। চিকিতসকরা বলেছেন, এমআরআই প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here