এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

4
773

অনলাইন রিপোর্টার | অনিয়ম ও দুর্নীতির দশ অভিযোগের প্রমাণ পাওয়ায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করেছেন কেন্দ্রীয় ব্যাংক। আগামী দুই বছর কোনো ধরনের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার যোগ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গভর্নর ফজলে কবিরের এই নির্দেশ বুধবার সকালে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন।

Advertisement

 

গতবছর বাংলাদেশ ব্যাংকের তদন্তে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে ৭০১ কোটি টাকার ঋণ অনুমোদনে গুরুতর অনিয়মের তথ্য বেরিয়ে এলে ওই ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়।আমানতকারীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ উল্লেখ করে গত ২০শে মার্চ দেওয়ান মুজিবুর রহমানকে নোটিশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। নোটিশের জবাব না দিয়ে তিনি এর কার্যকারিতা স্থগিতের আবেদন করেন হাইকোর্টে। আদালত থেকে চূড়ান্ত রায় নিজের পক্ষে না আসায় তিনি পরে নোটিশের জবাব দিয়েছিলেন।

ওই জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here