নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পুড়ে দেওয়া বাড়ি থেকে আন্দোলনকারী জেলা
জামায়াত নেতার ছেলেসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে শহরের কান্দিভিটুয়া
মহল্লার জান্নাতি প্যালেসের ২য় ও তৃতীয়তলার বেলকনি থেকে মরদেহগুলো পাওয়া যায়।
নিহত দুই ছাত্রের পরিচয় পাওয়া গেছে। তাদের একজনের নাম আকিব খান (১৭) । তিনি নাটোর সিটি কলেজের
একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার বাবা দেলোয়ার হোসেন একই কলেজের অধ্যক্ষ ও জেলা জামায়াতের সাবেক
সেক্রেটারি। সম্প্রতি গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।
অপরজন হা ফ রাস্তা তালতলা এলাকার বকুল হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম। এ ছাড়া অন্য দুজনের
মরদেহ ঘটনাস্থলেই ভষ্মীভূত অবস্থায় পড়ে রয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতের ছাত্র আকিবের মামা তুহিন ইসলাম বলেন, সোমবার বিকেলে আকিব বাড়ি থেকে শহরে বের হন। পরে তার
আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের পুড়ে যাওয়া বাড়ি দেখতে
যাওয়া একজন মহিলা তিনতলার বেলকনিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তারা সেখানে গিয়ে
আকিবের লাশ শনাক্ত করেন। পরে তার মরদেহ নিয়ে যায় স্বজনরা।
নিহত আকিবের মামা আরও বলেন, তার ভাগ্নে চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।
বিক্ষুব্ধ জনতার সঙ্গে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহগুলো আগুনে পুড়ে প্রায় কঙ্কাল হয়ে গেছে। তাদের ধারণা, সোমবার (৫ আগস্ট) যখন
শিমুলের বিলাসবহুল বাড়িটি বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিচ্ছিল তখন আকিবসহ নিহতরা সেখানে থেকে আর বের হতে
পারেনি। পরে আগুনে পুড়ে মারা যান।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান,তারা এ ব্যাপারে বিস্তারিত কিছুজানেন না। খোঁজ নেওয়ার চেষ্টা
করছেন।