ভাতিজা আসিফ শাহরিয়ারকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সিদ্ধান্ত অমান্য করে রংপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় শুক্রবার তাকে দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়। শুধু তাই নয়,
ভাতিজার সঙ্গে জাতীয় পার্টির কোনো নেতা-কর্মী নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিলে তাদেরও দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জাতীয় পার্টির দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং পার্টি চেয়ারম্যানের নির্দেশ ও সিদ্ধান্ত অমান্য করে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় আসিফ শাহরিয়ারকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।’ পার্টির চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেন বলেও জানান সুনীল।