নিজস্ব প্রতিবেদক: ঢাকার উপকণ্ঠে অবস্থিত সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা বেগমের মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভার থানার সরকারি কোয়ার্টার থেকে মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি তাহমিনার নামে বরাদ্দ করা বাসাতেই থাকতেন।
মোবারক হোসেনের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্রচারণা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির। এর আগে নিহত এসআই তাহমিনার বাবা আবদুস সালাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।