এস আই ফিরোজ ও সাফির বিরোদ্ধে আইজি’র নিকট অভিয়োগ

0
100

নিজস্ব প্রতিনিধি: সোনারগাঁ থানার এস আই ফিরোজ ও ডিবি’র এসআই  সাফির বিরোদ্ধে  স্বরাষ্ঠ্রমন্ত্রী ও আইজি’র নিকট অভিয়োগ করেছে সাংবাদিক সুলতান মাহমুদ। অনৈতিক সুবিধা পেয়ে ডিবি’র এসআই  সফিউদ্দীন সাফি সাংবাদিক সুলতান মাহমুদকে মিথ্যা মামলায় ফাসিয়ে জেল খাটিয়েছে বলে এই অভিয়োগ করেছেন তিনি।

Advertisement

সুত্রমতে, পুর্ব শত্রæতা ও সংবাদ প্রকাশের জেরে ষড়যন্তমুলকভাবে, অন্যের প্ররোচনায় ও প্রতিহিংসায় এবং  উদ্দেশ্য প্রনিতভাবে অনৈতিক সুবিধা পেয়ে সোনারগাঁ থানার মামলা নং ৩১ তারিখ ২১/০৮/২৩ ইংতে বাদী এস আই ফিরোজ নিম্মস্বাক্ষরকারী সাংবাদিক সুলতান মাহমুদের নাম অন্তর্ভুক্ত করে। একইভাবে ডিবির এস আই সফিউদ্দিন সাফি অনৈতিক সুবিধা পেয়ে ৬ নভেম্বর রাত ১১টায় জামতলা থেকে স্যার কথা বলবে বলে ডিবি অফিসে নিয়ে নারায়ণগঞ্জ সদর থানার মামলা নং ৩১ তারিখ ৩০/১০/২৩ ইং নিম্মস্বাক্ষরকারী সাংবাদিক সুলতান মাহমুদের নাম অন্তর্ভুক্ত করে কোর্টে চালান করে। সোনারগাঁ থানার মামলা৩১/০৮/২৩ এর ব্যপারে ওসি মাহবুর রহমান সুমনকে জিজ্ঞাসা করলে  তিনি বলেন, “ভাই তাড়াহুড়া মধ্যে ভুলে হয়ে গেছে আপনি জামিন নিন বাকীটা আমি দেখব।” নারায়নগঞ্জ সদর থানার মামলার কথা ডিবির এস আই সাফিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “স্যারের কথায় করা হয়েছে” কিন্তু কোন স্যার? সেটা তিনি বলেন না। ডিবির এস আই সাফি অনৈতিক সুবিধা পেয়ে আমাকে সমাজে হেয় পতিপন্ন ও আর্থিক ক্ষতিগ্রস্ত করার জন্য এই অপকর্ম করেছে। আমি নিম্মস্বাক্ষরকারী সাংবাদিক কোন দলের সাথে জড়িত নই বা কোন রাজনীতি করি না। তবে কেন বা কিসের জন্য নিম্মস্বাক্ষরকারীকে মিথ্যা মামলায় জড়িয়ে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং ব্যবসায় আর্থিক ক্ষতিগ্রস্ত করে।

সাংবাদিক সুলতান মাহমুদের প্রার্থনা এই যে,ষড়যন্তমুলক মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত মামলা থেকে তার নাম প্রত্যাহার করে দোষীদের বিচার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here