করযোগ্যদের কর দেওয়া উচিত’

1
769

অপরাধ বিচিত্রা প্রতিবেদক : যাদের করযোগ্য আয় আছে, তাদের কর দেওয়া উচিত। কারণ করের টাকাতেই দেশের উন্নয়ন হয়।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দেওয়া সেরা করদাতা সম্মাননা গ্রহণকালে এ মন্তব্য করেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও কণ্ঠশিল্পী এসডি রুবেল।বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে এনবিআর আয়োজিত ‘কর বাহাদুর পরিবার, সেরা করদাতা সম্মাননা ও এনবিআর সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড-২০১৭’ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।রুনা লায়লা বলেন, ‘কর দিতে এই সম্মাননা আমাদের আরো  উৎসাহিত করবে। যাদের করযোগ্য আয় আছে তাদের প্রত্যককে কর দেওয়া উচিত। করের টাকাতেই দেশের উন্নয়ন হয়। আমি এই অনুষ্ঠানের আয়োজন করায় এনবিআরকে ধন্যবাদ জানাচ্ছি।’কণ্ঠশিল্পী এসডি রুবেল বলেন, জনগণের মধ্যে কর দেওয়ার প্রবণতা বেড়েছে। আর এনবিআরের এ আয়োজন তাদের আরো কর দেওয়ার বিষয়ে সতেচন করে তুলছে।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্স কার্ড দেয় এনবিআর। এছাড়া ৮৪ কর বাহাদুর পরিবারের মধ্যেও  সম্মাননা তুলে দেওয়া হয়।কণ্ঠশিল্পীদের মধ্যে সেরা করদাতা হয়েছেন যথাক্রমে রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও এসডি রুবেল।নভেম্বর থেকে আয়কর মেলা আয়োজন করে এনবিআর। এনবিআরের তথ্যানুসারে এবার ঢাকা বিভাগীয় শহরসহ দেশের ৫৬টি জেলা শহর, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

Advertisement

এবারের মেলায় ২২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকার রেকর্ডসংখ্যক আয়কর আহরণ হয়েছে বলে জানিয়েছে এনবিআর। গতবার ছিল ২১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here