ডেস্ক রিপোর্টঃ ওসমানী নগর উপজেলাধীন তাজপুর সাবরেজিষ্টার অফিসের চারদেয়ালের ভিতর থাকা বড় বড় ২টি অর্জুন গাছ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দলিল লেখক সমিতির সভাপতি সত্যন্দ্র ক্ষমতার অপব্যবহার করে গাছ গুলো কেটে কিছু অংশ বিক্রি করেছেন বলে অভিযোগ এলাকা বাসীর। স্থানীয়রা ধারনা করেন যে উক্ত গাছ গুলোর বাজার মুল্য প্রায় লক্ষাধিক টাকা। দির্ঘ ৪ মাস অতি বাহিত হয়ার পরও উল্লেখিত বিষয়ে রহস্য জনক কারনে উর্দ্দতন কর্তপক্ষের কোন প্রকার প্রদক্ষেপ নেওয়া হয়নী বলে ধারনা করেন অনেকেই।
অনুসন্ধানী প্রতিবেদন তৈরী কালে জানা যায় উলেখিত গাছ গুলোর কর্তনের সময় সাবরেজিষ্টার কানিজ ফাতেমা গাছ গুলো কাটতে নিষেধ করেন, নিষেদ অমান্য করে দলিল লেখক সমিতির সভাপতি শুক্রবার দিবসে অফিস বন্ধ থাকার সুবাদে শ্রমিক দিয়ে গাছ গুলো কেটেছেন বলে অভিযোগ রয়েছে। তবে কি কারনে এই গাছ গুলো কাটা হয়েছে এ বিষয়ে কর্তৃপক্ষের কেউ অবগত নয় বলে জানা যায়। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ করাহয়। নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত গাছ গুলো কাটার ব্যাপারে দলিল লেখক সমিতির কয়েকজন সদস্য প্রতিবাদ করতে চাইলে দলিল লেখক সমিতির সভাপতি সাবরেজিষ্টার অফিস সম্মুখে দাড়িয়ে অফিসের দলিল লেখক কর্মকর্তা কর্মচারী দের কে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে সভাপতি সত্যন্দ্র দির্ঘ ২৫ বছর যাবৎ উক্ত সাবরেজিষ্টার অফিসের সভাপতির দায়িত্ব নিজ দখলে রেখে ইচ্ছামতো কাজ চালিয়ে চাচ্ছেন বলে অনেকেই জানান। উল্লেখিত গাছগুলো কর্তনের বিষয়ে সভাপতি সত্যন্দ্রর সাথে জানতে চাইলে তিনি উক্ত গাছ গুলো কেটেছেন বলে সিকার করেন এবং যথাযতো কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কি কারনে কাটাহয়েছে তা জানতে চাইলে সহজ ভাষায় কিছু না বলে গুরিয়ে পেছিয়ে অফিসে দেখা করবেন বলে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করেন। এ ব্যাপারে অপরাধ বিচিত্রার অনুসন্ধান চলছে।