কলকাতার বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল আর নেই

0
955

কলকাতার বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল আর নেই৷ দীর্ঘদিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি৷ ভর্তি ছিলেন হাসপাতালেও৷ কিছুদিন আগেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। মাত্র দু মাস আগেই ক্যানসার ধরা পড়ে৷ চিকিৎসা চলছিল৷ মাঝে কিছুটা অবস্থার উন্নতিও হয়েছিল বলে জানা যায়। কিন্তু আজ, সকালে ফের তার শারীরিক অবস্থার অবনতি হয়।তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷ বাংলা ছবির জগত থেকে ছোট পর্দা, অভিনয় থেকে সঞ্চালনা অথবা নৃত্য, সবেতেই তিনি ছিলেন পারদর্শী। তাঁর অভিনয়ই তাঁকে খুব কম সময়ে এনে দিয়েছিল লাইমলাইটে৷ ঋতুপর্ণ  ঘোষ থেকে অঞ্জন দত্তের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেন তিনি৷ ‘অসুখ’ থেকে ‘দত্ত ভার্সেস দত্ত’, এরকম বহু বহু ছবিতে অভিনয় করেছেন তিনি৷ তাঁর অভিনীত আরও কিছু উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বড় বউ’, ‘অসুখ’, ‘গুন্ডা’, ‘জীবন নিয়ে খেলা’, ‘চিরদিনই তুমি যে আমার’ প্রভৃতি। সাম্প্রতিককালে রাখিবন্ধন ধারাবাহিকেও অন্যতম প্রধান চরিত্রে ছিলেন তিনি৷ যে কোন চরিত্রেই তিনি ছিলেন সাবলীল৷ বহু বছর ধরেই তিনি যুক্ত অভিনয় জগতের সঙ্গে৷

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here