অপরাধ বিচিত্রা ডেস্ক: কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মরদেহ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কাতারের আল সোমাল রোডে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত একজনের নাম সামসুদ্দীন রিয়াদ চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। অন্যজনের নাম জানা না গেলেও তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে। কাতারের মীরসরাই সমিতির সূত্র থেকে জানা গেছে, নিহত রিয়াদ চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগরের বাহার চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন কাতারের আল খোর এলাকায় কর্মরত ছিলেন।