সংবাদদাতাঃ কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের ব্যবসায়ী ও ইট ভাটার সরদার জাবের আলী তার স্ত্রী ও পুত্রকে ঘরের জানালা দিয়ে চেতনা নাশক ঔষুধ স্পেরে করে বাড়ীর সকলকে অজ্ঞান করে অভিনব কায়দায় ঘরের দরজা ও জানালা ভেঙ্গে স্বর্ণালংকার, চেক বইয়ের পাতা ও নগদ টাকা নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে কলিযোগা গ্রামে। এঘটনায় ভূক্তভোগী পরিবারের জাবের আলী (৪০), তার স্ত্রী ফিরোজা বেগম (৩২) ও পুত্র জাহিদ হোসেন ( ১১) কে গ্রাম বাসিরা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংজ্ঞাগীন অবস্থায় ভর্ত্তি করেছে। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হেকমত আলী, মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাবের আলী ও তার পরিবারের সদস্যদের বাড়ীতে ঘুমান্ত অবস্থায় কে বার কাহারা জানালা দিয়ে চেতনা নাশক ঔষুধ দিয়ে অজ্ঞান করে ঘরের গ্রীল কেটে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের আলমারী ভেঙ্গে প্রায় ২ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন ব্যবসায়ী লেনদেনের চেকের পাতা নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তাদের কোন সাড়া শব্দ না পেয়ে জাবের আলীসহ পরিবারের সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্ত্তি করে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুনুর রহমান ঘটনার সত্যতা শিকার করেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের মালামাল এলোমেলো ছিল, কত টাকার মালামাল খোয়া গেছে তারা সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরলে জানা যাবে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।