বিনোদন প্রতিবেদকঃ রাজকুমার হিরানির ‘পিকে’তে অনস্ক্রিন নগ্ন হয়েছিলেন আমির খান। কবীর খানের ‘নিউ ইয়র্ক’-এ জন আব্রাহামকে নগ্ন হতে হয়েছিল। বলিউডে এই ট্রেন্ড নতুন নয়। কিন্তু ক্যামেরার সামনে নগ্ন হওয়ার জন্য বিশেষ একটি শর্ত দিলেন বলিউডের ‘নিউ এজ’ তারকা সিদ্বার্থ মলহোত্রা। সম্প্রতি ডিএনএ-কে দেওয়া এক সাক্ষাত্কারে সিদ্বার্থ বলেন, ‘‘আমি ক্যামেরার সামনে নগ্ন হতেই পারি। কিন্তু তার পিছনে যথেষ্ট লজিক থাকতে হবে। নান্দনিক ভাবে শুট করতে হবে। নির্দিষ্ট চরিত্রের সেই ডিমান্ড থাকতে হবে।’’ শুধুমাত্র প্রচারে থাকার জন্য এমন কোনও কাজ করতে নারাজ সিদ্ধার্থ। এই মুহূর্তে ‘আইয়ারি’র শুটিং করছেন সিদ্ধার্থ। এই ছবিতে এক আর্মি অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। দিল্লি, লন্ডন ও কাশ্মীরে শুটিং হবে। সব কিছু ঠিক থাকলে ২৬ জানুয়ারি, ২০১৮-এ মুক্তি পাবে ছবিটি।