অপরাধ বিচিত্রা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের পঞ্চম ও টুর্নামেন্টের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে খুলনা।সোমবার (২৭ নভম্বের) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ড্যারেন স্যামির রাজশাহী। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল সংগ্রহ করেছে মাহমুদুল্লাহর খুলনা। দলের পক্ষে পরাণ ৫৭, আফিফ ৫৪*, শান্ত ৪৯ ও ব্র্যাথওয়েট ৩৪ রান করেন।এবারের আসরে দু’দলের প্রথম দেখায় খুলনার কাছে ২ উইকেটে হেরেছিল রাজশাহী। উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটসম্যান এভিন লুইসের ৩১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে টুর্নামেন্টের ২৯তম ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারিযেছে ঢাকা ডায়নামাইটস। এ জয়ের ফলে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে খুলনাকে হটিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে ঢাকা ডায়নামাইটস