গণপূর্তের কোটিপতি পিয়ন আতাউরের হাতে আলাদীনের চেরাগ!

0
1017

স্টাফ রিপোর্টার ঃ
আলাদীনের চেরাগ এখন গণপূর্তের পিয়ন আতাউরের হাতে! হাইকোর্ট প্রাঙ্গনে সুইপার কলোনীর আতাউর গণপূর্তে পিয়ন পদে চাকুরী নিয়ে হাতে পায় আলাদীনের চেরাগ। ঝাড়–দার মায়ের ছেলে আতাউর আলাদীনের চেরাগের বদৌলতে রাতারাতি কোটিপতি। ঢাকা ও গাজীপুরে জমি-জমা বাড়ি নামে বেনামে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স। ঢাকার মাওতাইল কাজলা মৃধাবাড়িতে ৩ কাঠা জমিতে রয়েছে ৬ তলা ভবন, যার মূল্য প্রায় ১ কোটি। গাজীপুরের টঙ্গীর সাতাইশে ৬ কাঠা জমিতে টিনসেট বিল্ডিং যার মূল্য প্রায় ১ কোটি টাকা। বাংলাদেশ সচিবালয়ে রয়েছে কোটি টাকা মূলধনের সুদী ব্যবসা এ যেন চেরাগের নীচে অন্ধকার। সচিবালয়ে গণপূর্তের ইডেন ভবনের পিয়ন আতাউর বস্তি ছেড়ে মতিঝিল স্টাফ কোয়াটারে উঠেন কিন্তু স্ট্যাটাস পালটাতে সরকারী কোয়াটার ভারা দিয়ে শান্তি নগরে আগুরা বিল্ডিং এর ১২ তলায় অত্যাধুনিক ফ্ল্যাট ৩৫ হাজার টাকা ভাড়া দিয়ে বসবাস করছেন। একজন পিয়নের বেতন যেখানে ১৫ হাজার টাকা সেখানে মাসিক ব্যয় বাসা ভাড়া, সাংসারিক খরচসহ প্রায় লক্ষ টাকা। অর্থ-বিত্ত সম্পদের পাহাড় গড়তে আয়ের উৎস আলাদীনের দৈত্য? তা না হলে একজন সামান্য বেতনের পিয়ন হয়ে এতো অর্থ-বিত্তের মালিক হয়ে উঠা কি করে সম্ভব! এ প্রশ্নের উত্তরে মোবাইল ফোনে অপরাধ বিচিত্রা’র প্রতিনিধিকে আতাউর জানান, মাতুয়াইলের কাজলায় ২.৫ কাঠা জমিতে ৬ তলা ভবন নয়, ৬ তলা ফাউন্ডেশনে ২ তলা বিল্ডিং এবং টঙ্গীর সাতাইশে ৬ কাঠা জমি নয়,৫.৫ কাঠা জমির মধ্যে ৩ কাঠা তার মা-বোনদের ২.৫ কাঠা তার নিজের নামে ক্রয় করে টিনসেট বিল্ডিং করে ভাড়া দিয়েছেন। মতিঝিল স্টাফ কোয়াটারে ১ রুম ভাড়া দিয়ে নিজে বসবাস করেন, শান্তিনগরের ফ্ল্যাটে তার ২ ছেলে বসবাস করেন বলে আতাউর জানান। ফ্ল্যাটের ভাড়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ৩৫ হাজার টাকা নয়, ২৮ হাজার টাকা ভাড়া বিলসহ ৩০/৩২ হাজার টাকা পরিশোধ করেন। পিয়নের বেতন যেহেতু ১৫/১৬ হাজার টাকা সেখানে ৩২ হাজার টাকা ভাড়া, ছেলেদের লেখা পড়া করানোসহ মাসে লক্ষাধিক টাকার আয়ের উৎস জানতে চাইলে কোন সদোত্তর দিতে পারেননি পিয়ন আতাউর। ভূমিমন্ত্রণালয় থেকে প্লট পেয়ে বিক্রি করার বিষয় জানতে চাইলে আতাউর তা অস্বীকার করেন। সরকারী চাকরী করে সচিবালয়ে কর্মচারীদের মাঝে সুদে অর্থ লগ্নীর বিষয়ে জানতে চাইলে আতাউর জানান, মূলধন শুধু তার নয়, সমিতির মূলধন সমিতির সদস্যদেরকেই ঋণ দেওয়া হয়। সমিতির নিবন্ধন ও সুদে ঋণ কার্যক্রম চালানোর সরকারী অনুমতি আছে কিনা জানতে চাইলে সমিতির নিবন্ধন ও ঋণ কার্যক্রমের অনুমতি নেই বলে স্বীকার করেন আতাউর। যে সচিবালয় থেকে সরকারের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় সেখানেই এধরনের অনিয়ম ও দুর্নীতি যেন চেরাগের নিচে অন্ধকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গী তৎপরতা নির্মূল করে দেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর, সেখানে দুর্নীতি একটি প্রধান বাঁধা। দুর্নীতি দমন কমিশনসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থা দুর্নীতি তদন্ত করলে শুধু পিয়ন নয় বেড়িয়ে আসবে বড় কর্তাদের পুকুর চুরির ঘটনা, চিহ্নিত হবে দেশ জাতির শত্রু দুর্নীতির সিন্ডিকেট। অপরাধ বিচিত্রার অনুসন্ধান চলছে পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে সচিত্র প্রতিবেদন।

Advertisement

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here